ঢাকা: একক মাস হিসাবে রেমিট্যান্স পাঠাতে সব রেকর্ড ভাঙলো চলতি বছরের মার্চে।
ঈদুল ফিতরের আগে চলতি মাসের ২৬ দিনে দেশে প্রবাসী আয় এলো ২৯৪ কোটি ৫০ লাখ ডলার।
বৃহস্পতিবার (২৭ মার্চ) এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আরিফ হোসেন খান।
তথ্যানুযায়ী, আগের বছরের মার্চের ২৬ দিনে প্রবাসী আয় এসেছিল ১৬১ কোটি ৪০ লাখ ডলার। চলতি মাসের ২৬ দিনে প্রবৃদ্ধির হয়েছে ৮২ শতাংশ।
রোজার মাসে প্রবাসীরা দেশে বেশি রেমিট্যান্স পাঠায়। দেশে পরিজনদের বাড়তি খরচ মেটাতে বেশি প্রবাসী আয় পাঠায়। কিন্তু এবার পরিবর্তিত পরিস্থিতিতে অন্য যেকোনো মাসের চেয়ে বেশি প্রবাসী আয় পাঠিয়েছে।
এর আগে উল্লেখযোগ্য প্রবাসী আয় এসেছিল ২০২৪ সালের ডিসেম্বরে, যা ছিল ২৬৩ কোটি ৮৭ লাখ ডলার।
২০২৫ সালের ফেব্রুয়ারিতে এসেছে ২৫২ কোটি ৭৬ লাখ ডলার, একই বছরের জুনে এসেছে ২৫৩ কোটি ৮৬ লাখ ডলার এবং ২০২০ সালের জুলাইয়ে এসেছে ২৫৯ কোটি ৮২ লাখ ডলার।
চলতি অর্থবছরের প্রথম আট মাসে (২৬ দিন) এলো দুই হাজার ১৪৩ কোটি ৩৭ লাখ ডলার। আগের ২০২৩-২৪ পুরো অর্থবছরে এসেছে দুই হাজার ৩৯২ কোটি ১২ লাখ ডলার এবং তার আগের বছর প্রবাসী আয় এসেছিল দুই হাজার ১৬১ কোটি সাত লাখ ডলার।
বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৫
জেডএ/এএটি