ঢাকা: রাজধানীর আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র বসুন্ধরার এক্সপো ভিলেজে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘ইন্টেরিয়র ও ফার্নিচার টেকনোলজি এক্সপো–২০২৫’। একইসঙ্গে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে ‘সাইনেজ টেকনোলজি এক্সপো–২০২৫’।
বুধবার (১৫ অক্টোবর) আয়োজক প্রতিষ্ঠান এফ টাচ ইভেন্টস লিমিটেড এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এবারের প্রদর্শনীতে বাংলাদেশসহ ৯টি দেশের ৫০টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। তারা ২০০টিরও বেশি স্টলে কিচেন সলিউশন, ইন্টেরিয়র টেকনোলজি, ফার্নিচার সরঞ্জাম, পাওয়ার টুলস, হোম অটোমেশন, সাইনেজ ও ডিজিটাল ডিসপ্লে প্রযুক্তি প্রদর্শন করবে।
প্রদর্শনীর উদ্বোধন করবেন বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. নাসির উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক স্থপতি ড. এম. মাসুদ উর রশিদ ও বসুন্ধরা কনভেনশন সেন্টারের সিওও এম. এম. জসিম উদ্দিন।
এক্সপোতে প্রদর্শিত হবে বাসা ও অফিস ফার্নিচার, বোর্ড ও দরজা, উড ও মেটাল জালি কাটিং মেশিন, ফার্নিচার ফিটিংস, ডেকোরেটিভ লাইটিং, ইন্টেরিয়র ডিজাইন সেবা ও ইন্টেরিয়র ডিজাইন সফটওয়্যার।
এবারের প্রদর্শনীর পৃষ্ঠপোষক উড টেক সলিউশন (WTS) ও মেটাল টেক সলিউশন (MTS)।
উড টেক সলিউশনের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও নইমুল হোসেন খান বলেন, ‘দ্বিতীয় ফার্নিটেক এক্সপো ২০২৫ উডওয়ার্কিং ও ফার্নিচার সেক্টরের জন্য হবে একটি বড় চমক। উদ্যোক্তা, আর্কিটেক্ট, ইন্টেরিয়র ডিজাইনার, পেশাজীবী ও শিক্ষার্থীদের জন্য এটি হবে এক অনন্য প্ল্যাটফর্ম। ’
আয়োজক প্রতিষ্ঠানের পরিচালক শেখ ফিরোজ আহমেদ বলেন, ‘ইন্টেরিয়র টেকনোলজি ও উড-মেটাল মেশিনারিজ ছাড়াও এবার প্রথমবারের মতো ইন্টেরিয়র সেক্টরে ব্যবহৃত সফটওয়্যার প্রদর্শিত হবে। এতে দেশের আধুনিক ইন্টেরিয়র শিল্পে নতুন দিগন্ত উন্মোচিত হবে। ’
এক্সপো চলবে ১৬ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা ৩০ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীরা ফ্রি প্রবেশ করতে পারবেন। এ সময় বিভিন্ন আকর্ষণীয় ছাড় ও বিশেষ অফারও থাকছে।
এমআইএইচ/এসআইএস