ঢাকা, বুধবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি ছাড়াই বিদেশে পাঠানো যাবে পেশাগত কোর্সের ফি 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:১৬, মে ২১, ২০২৫
কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি ছাড়াই বিদেশে পাঠানো যাবে পেশাগত কোর্সের ফি 

বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়াই আন্তর্জাতিকভাবে স্বীকৃত পেশাগত কোর্সের ফি বিদেশে পাঠানো যাবে। এখন থেকে সংশ্লিষ্ট বাণিজ্যিক ব্যাংক সরাসরি লেনদেন সম্পন্ন করতে পারবে।

মঙ্গলবার (২০ মে) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী সিএফএ, সিএএমএস, সিআইএমএ, এসিসিএ, সিআইআইসহ বিভিন্ন আন্তর্জাতিক পেশাগত কোর্সের ফি এখন থেকে সরাসরি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে পাঠানো যাবে। এজন্য শুধু শিক্ষার্থীদের সংশ্লিষ্ট ব্যাংকে কোর্স ফি সংক্রান্ত ডিমান্ড নোট বা চালান, স্বঘোষিত ঘোষণাপত্র এবং প্রতিষ্ঠানের ফি নোটিশ জমা দিতে হবে।

এ নিয়মটি চার্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট (সিএফএ), চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (এসিসিএ, সিএএমএস), সার্টিফাইড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট (সিআইএমএ) এবং ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসহ (সিআইআই) আন্তর্জাতিকভাবে বিভিন্ন স্বীকৃত পেশাদারি কোর্সের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

জেডএ/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।