ঢাকা, বুধবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

তারেক রিকাবদারসহ এনবিআরের আরও ৬ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৮, জুলাই ১৫, ২০২৫
তারেক রিকাবদারসহ এনবিআরের আরও ৬ কর্মকর্তা সাময়িক বরখাস্ত জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভবন। ফাইল ছবি

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়া মূসক নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত কমিশনার হাছান মুহম্মদ তারেক রিকাবদারসহ আরও ছয় কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ভিন্ন ভিন্ন আদেশে তাদের বরখাস্ত করা হয়।

এ নিয়ে এক দিনে এনবিআরের মোট ১৪ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করলো সরকার

দ্বিতীয় দফায় বরখাস্ত কর্মকর্তারা হলেন মূসক নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত কমিশনার হাছান মুহম্মদ তারেক রিকাবদার, কাস্টম বন্ড কমিশনারেট ঢাকার (উত্তর) রাজস্ব কর্মকর্তা সবুজ মিয়া; কাস্টম, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট খুলনার রাজস্ব কর্মকর্তা শফিউল বশর; ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো প্রকল্প ঢাকার উপ-পরিচালক (অতিরিক্ত কমিশনার) সিফাত মরিয়ম, জাতীয় রাজস্ব বোর্ডের দ্বিতীয় সচিব শাহাদত জামিল এবং কর অঞ্চল-৮ এর অতিরিক্ত কমিশনার মির্জা আশিক রানা

এর আগে পাঁচ যুগ্ম কমিশনারসহ ৮ কর্মকর্তা সাময়িক বরখাস্ত হন। তারা হলেন, অঞ্চল-২ এর যুগ্ম-কমিশনার মাসুমা খাতুন, কর অঞ্চল-১৫ এর যুগ্ম-কমিশনার মুরাদ আহমদ, কুষ্টিয়া কর অঞ্চলের যুগ্ম-কমিশনার মোহাম্মদ মোরশেদ উদ্দীন, নোয়াখালী কর অঞ্চলের যুগ্ম-কমিশনার মোনালিসা শাহরীন সুস্মিতা ও কক্সবাজারের কর অঞ্চলের যুগ্ম কর কমিশনার আশরাফুল আলম প্রধান এবং  খুলনার উপ-কর কমিশনার শিহাবুল ইসলাম, কুমিল্লার উপ-কর কমিশনার ইমাম তৌহিদ হাসান শাকিল ও রংপুরের উপ-কমিশনার নুসরাত জাহান শমী।

রাজস্ব খাতে যৌক্তিক সংস্কারের দাবিতে গত মাসে আন্দোলন করেন এনবিআরের একদল কর্মকর্তা-কর্মচারী।  এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে ওই আন্দোলনের মধ্যে গত ২২ জুন কিছু কর্মকর্তার নামে জারি করা বদলির আদেশ অবজ্ঞাপূর্বক প্রকাশ্যে ছিঁড়ে ফেলার ঘটনা ঘটে। তাদের আন্দোলনের কারণে ২৮ ও ২৯ জুন সারা দেশে এনবিআরের কাজ বন্ধ থাকে। এরপর সরকার কঠোর হলে আন্দোলন প্রত্যাহার হয়।

সাময়িক বরখাস্ত হওয়া হাছান মুহম্মদ তারেক রিকাবদার এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি। মির্জা আশিক রানা ও শাহরীন সুস্মিতা ঐক্য পরিষদের সহ-সভাপতি।

এ সংক্রান্ত আদেশে উল্লেখ করা হয়, ২২ জুন জারিকৃত বদলির আদেশ অবজ্ঞাপূর্বক প্রকাশ্যে ছিঁড়ে ফেলার মাধ্যমে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করায় এবং বদলি আদেশ অমান্যকারীদের সমর্থন করায় তাদের বিরুদ্ধে তদন্তপূর্বক বিভাগীয় কার্যধারা গৃহীত হয়েছে।

জেডএ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।