ঢাকা: দেশের জ্বালানি চাহিদা মেটাতে স্পট মার্কেট থেকে ২ কার্গো এলএনজি আমদানির অনুমোদন দিয়েছে সরকার। সিঙ্গাপুরের দুই প্রতিষ্ঠান থেকে এলএনজি আনতে ব্যয় হবে ১ হাজার ৩৫ কোটি ৭৩ লাখ ৬ হাজার ৮৪৭ টাকা।
বুধবার (২৩ জুলাই) বিকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।
বৈঠক সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি-ডিসেম্বর সময়ে স্পট মার্কেট থেকে ৫৯ কার্গো এলএনজি আমদানির লক্ষ্যে ২০২৪ সালের ৫ নভেম্বর জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ অনুমোদন দেয়। তার প্রেক্ষিতে পেট্রোবাংলা আগামী ২১-২২ আগস্ট সময়ে ১ কাগো এসএনজি ক্রয়ের প্রস্তাব পাঠায়। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের পক্ষ থেকে এক কার্গো সমান ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি আমদানির প্রস্তাব উপস্থাপন করা হলে উপদেষ্টা পরিষদ কমিটি তাতে অনুমোদন দিয়েছে সরকার৷
সিঙ্গাপুরের গানভর সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড থেকে প্রতি এমএমবিটিইউ এলএনজি’র দাম পড়বে ১২.২২ মার্কিন ডলার। এতে ব্যয় হবে ৫১৩ কোটি ৪৫ লাখ ৩৫ হাজার ৭৮ টাকা।
এছাড়া বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আর এক প্রস্তাবের প্রেক্ষিতে সিঙ্গাপুরের ভিটল এশিয়া প্রাইভেট লিমেটেড থেকে আর এক কার্গো এলএনজি আমদানির অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি। এ এক কার্গো এলএনজি আমদানিতে ব্যয় হবে ৫২২ কোটি ২৭ লাখ ৭১ হাজার ৭৬৯ টাকা। প্রতি এমএমবিটিইউ’র দাম ধরা হয়েছে ১২.৪৩ মার্কেন ডলার।
জিসিজি /জেএইচ