ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

পুঁজিবাজারে অতি ক্ষুদ্র বিনিয়োগকারীর সংখ্যা কমেছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫০, জুলাই ২৯, ২০২৫
পুঁজিবাজারে অতি ক্ষুদ্র বিনিয়োগকারীর সংখ্যা কমেছে বিএসইসি ভবন

গত এক বছরে (৩০ জুন ২০২৪-৩০ জুন ২০২৫) পুঁজিবাজারে অতি ক্ষুদ্র বিও অ্যাকাউন্টধারীর সংখ্যা কমেছে। তবে বাজারে পুঁজিবাজারে বৃহৎ বিনিয়োগকারীর (৫০ কোটি থেকে ৫০০ কোটি টাকা এবং তদূর্ধ্ব পোর্টফোলিও ভ্যালুসম্পন্ন) সংখ্যা বেড়েছে।

 

মঙ্গলবার (২৯ জুলাই) বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

বিএসইসি সূত্রে জানা গেছে, গত ১ বছরের তুলনায় পুঁজিবাজারে বৃহৎ বিনিয়োগকারীর (৫০ কোটি থেকে ৫০০ কোটি টাকা এবং তদূর্ধ্ব পোর্টফোলিও ভ্যালুসম্পন্ন) সংখ্যা বেড়েছে। পাশাপাশি বিগত বছরের তুলনায় মাঝারি বিনিয়োগকারী (৫০ লাখের ঊর্ধ্বে ও ৫০ কোটি টাকার নিম্নের পোর্টফোলিও ভ্যালুসম্পন্ন) এর সংখ্যাও বেড়েছে। একইসঙ্গে বিগত বছরের তুলনায় ক্ষুদ্র বিনিয়োগকারী (১ লাখের ঊর্ধ্বে ও ৫০ লাখ টাকার নিম্নের পোর্টফোলিও ভ্যালুসম্পন্ন) এর সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে বিগত বছরের তুলনায় অতি ক্ষুদ্রবিনিয়োগকারী (১ লাখ টাকার নিম্নের পোর্টফোলিও ভ্যালুসম্পন্ন। এর সংখ্যা হ্রাস পেয়েছে। অর্থাৎ অতি ক্ষুদ্র বিনিয়োগকারী (১ লাখ টাকার নিম্নের পোর্টফোলিও ভ্যালুসম্পন্ন) এর সংখ্যা ব্যতীত অন্য সব ক্ষেত্রেই উন্নতি হয়েছে।

এদিকে পুঁজিবাজারে ৩০ জুন ২০২৪ সালে ৫০০ কোটি বা তার ঊর্ধ্বে  বিনিয়োগকারী ছিল ৬৮ জন সেটা ৩০ জুন ২০২৫ সালে বেড়ে দাঁড়িয়েছে ৭০ জনে, ৩০ জুন ২০২৪ সালে ১০০ কোটি বা তার ঊর্ধ্বে বিনিয়োগকারী ছিল ৩২৫ জন সেটা ৩০ জুন ২০২৫ সালে বেড়ে দাঁড়িয়েছে ৩৪৭ জনে, ৩০ জুন ২০২৪ সালে ৫০ কোটি বা তার ঊর্ধ্বে  বিনিয়োগকারী ছিল ৬৯৬ জন সেটা ৩০ জুন ২০২৫ সালে বেড়ে দাঁড়িয়েছে ৭৩৩ জনে, ৩০ জুন ২০২৪ সালে ১০ কোটি বা তার ঊর্ধ্বে বিনিয়োগকারী ছিল ৬৮ জন সেটা ৩০ জুন ২০২৫ সালে বেড়ে দাঁড়িয়েছে ৭০ জনে।

এসএমএকে/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।