ঢাকা, মঙ্গলবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

বোরো সংগ্রহ লক্ষ্যমাত্রার চেয়েও ৩৫ হাজার মেট্রিক টন বেশি হয়েছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫২, আগস্ট ১৮, ২০২৫
বোরো সংগ্রহ লক্ষ্যমাত্রার চেয়েও ৩৫ হাজার মেট্রিক টন বেশি হয়েছে ফাইল ছবি

খাদ্য মন্ত্রণালয় ঘোষিত অভ্যন্তরীণ বোরো সংগ্রহ কর্মসূচি-২০২৫ এর লক্ষ্যমাত্রার অধিক সংগৃহীত হয়েছে। এ বছর ধান, চাল মিলিয়ে সরকারের ১৮ লাখ মেট্রিক টনের লক্ষ্যমাত্রার বিপরীতে সংগ্রহ হয়েছে ১৮ লাখ ৩৪ হাজার ৭৮২ মেট্রিক টন, যা লক্ষ্যমাত্রা থেকে ৩৪ হাজার ৭৮২ মেট্রিক টন বেশি।

সোমবার (১৮ আগস্ট) সরকারের এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।

তথ্য বিবরণীতে জানানো হয়, সরকার অভ্যন্তরীণ বোরো সংগ্রহ কর্মসূচিতে ৩ লাখ ৫০ হাজার মেট্রিক টন ধান, ১৪ লাখ মেট্রিক টন সেদ্ধ চাল এবং ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রার বিপরীতে ১৫ আগস্ট ২০২৫ তারিখে যথাক্রমে ৩ লাখ ৭৬ হাজার ৯৪২ মেট্রিক টন ধান (১০৭.৬৯ শতাংশ), ১৪ লাখ ৬ হাজার ৫৩৩ মেট্রিক টন সেদ্ধ চাল (১০০.৪৬ শতাংশ) ও ৫১ হাজার ৩০৭ মেট্রিক টন আতপ চাল (১০২.৬১ শতাংশ) সংগৃহীত হয়েছে, যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ।

জিসিজি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।