ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

মুকসুদপুরে শিক্ষার্থীদের মধ্যে অর্থ বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০০, ফেব্রুয়ারি ৯, ২০১৫
মুকসুদপুরে শিক্ষার্থীদের মধ্যে অর্থ বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোপালগঞ্জ: তৃণম‍ূল পর্যায়ে লেখাপড়ার মান বৃদ্ধি ও উদ্দীপনা সৃষ্টিতে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় তিন প্রতিষ্ঠান ও বাঁশবাড়ীয়া ইউনিয়নের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

সোমবার (০৯ ফেব্রুয়ারি) সকালে মরহুম সুফিয়া বেগম ফাউন্ডেশনের আয়োজনে উপজেলার ঝুটিগ্রাম দাখিল মাদরাসা প্রাঙ্গণে এ অর্থ বিতরণ করা হয়।



এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আবুল কালাম আজাদ।

ঝুটিগ্রাম ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অর্থ বিতরণের উদ্যোক্তা মনিরুজ্জমান মোল্যা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজ সেবক গোলাম মর্তুজা, শফিকুল ইসলাম, মুকসুদপুর সংবাদ সম্পাদক হায়দার হোসেন, হাদিউজ্জামান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিজানুর রহমান, দিঘড়া স্কুলের প্রধান শিক্ষক জগদিশ বিশ্বাস ও মাদ্রাসার সহ-সুপার জাকির হোসেন প্রমুখ।
 
মরহুম সুফিয়া বেগম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মনিরুজ্জামান মোল্যা জানান, তার নিজস্ব উদ্যোগে এবং তার ভাই আলিমুজ্জামান ও ভাইয়ের সহধর্মিনী শাহিন জামানের পৃষ্ঠপোষকতায় স্থানীয় হাদিউজ্জামান মোমোরিয়াল উচ্চ বিদ্যালয়, উজানী বিকেবি হাই স্কুল এবং ঝুটিগ্রাম দাখিল মাদরাসার ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত মেধাবী শিক্ষার্থী এবং ওই ইউনিয়নের জিপিএ-৫ পাওয়া মোট ৪০ শিক্ষার্থীকে মোট ৬২ হাজার টাকা অর্থ বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্ট‍া, ফেব্রুয়ারি ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।