ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

চট্টগ্রামে এক্সিম ব্যাংকের ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৩, ফেব্রুয়ারি ১৪, ২০১৫
চট্টগ্রামে এক্সিম ব্যাংকের ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: এক্সিম ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের“বাৎসরিক ব্যবসা উন্নয়ন সম্মেলন ২০১৫” শীর্ষক দিনব্যাপী সম্মেলন গত ১৩ ফেব্রুয়ারি চট্টগ্রামের বিজিএমইএ- ভবনে অনুষ্ঠিত হয়।

এতে বিগত বছরের সামগ্রিক আর্থিক ফলাফল বিশ্লেষণ এবং নতুন বছরে আমানত, বিনিয়োগ, আমদানী, রপ্তানী এবং মুনাফা বৃদ্ধির জন্য স্বল্প এবং দীর্ঘমেয়াদী কর্মপরিকল্পনা তুলে ধরা হয়।



সম্মেলনে প্রধান অতিথি ছিলেন এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া। সম্মেলনে চট্টগ্রাম অঞ্চলের ১৩টি শাখার ব্যবস্থাপকগণ,সকল পর্যায়ের নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ ও প্রধান কার্যালয় এর উর্দ্ধতন নির্বাহীগণ অংশগ্রহণ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ সিরাজুল ইসলাম ও সিরাজুল হক মিয়া।

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।