ঢাকা, মঙ্গলবার, ১৯ ফাল্গুন ১৪৩১, ০৪ মার্চ ২০২৫, ০৩ রমজান ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

খুলনায় বাণিজ্য মেলার উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫
খুলনায় বাণিজ্য মেলার উদ্বোধন

খুলনা: খুলনায় ১৪তম আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন।



খুলনা সার্কিট হাউজ মাঠে খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি মাসব্যাপী এ মেলার আয়োজন করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি কাজী আমিনুল হক।

অনুষ্ঠানে মহানগর আ’লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক, আ’লীগের কেন্দ্রীয় নেত্রী বেগম মুন্নুজান সুফিয়ান, খুলনা জেলা পরিষদের প্রশাসক শেখ হারুনুর রশীদ প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।