ঢাকা, বুধবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

বনানীতে গ্যালেশিয়া হোটেলের যাত্রা শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৮, ফেব্রুয়ারি ১৫, ২০১৫
বনানীতে গ্যালেশিয়া হোটেলের যাত্রা শুরু আসাদুজ্জামান নূর

ঢাকা: রাজধানীতে যাত্রা শুরু করলো গ্যালেশিয়া হোটেল অ্যান্ড রিসোর্ট।

রোববার (ফেব্রুয়ারি ১৫) রাত সাড়ে আটটায় রিসোর্টটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।


 
হযরত শাহ্‌জালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৫ মিনিটের ড্রাইভিং পথের দূরত্বে বনানীর বি-ব্লকের ২১ নম্বর রোডে অবস্থিত হোটেলে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 
উদ্বোধনী বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী বলেন, বাংলাদেশে একজন বিদেশি পর্যটকের যতটুকু সুবিধা প্রয়োজন, পর্যটকেরা তার সবটুকু পাচ্ছেন না। এর জন্য রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন। এটা থাকলেই পর্যটনশিল্প সমৃদ্ধ হবে।

যারা ট্যুরিজম ব্যবসা করেন, তাদের এ বিষয়ে এগিয়ে আসার আহ্বান জানান সংস্কৃতিমন্ত্রী।
 
ঢাকা শহরে আরো অনেক হোটেল ও রেস্তোরাঁর প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করে গ্যালেশিয়া হোটেল অ্যান্ড রেস্তোরোঁর উন্নতি কামনা করেন মন্ত্রী আসাদুজ্জামান নূর।
 
হোটেলের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, দেশি ও বিদেশি পর্যটকদের আরামদায়ক থাকা ও উন্নতমানের খাবার সরবরাহের ভেন্যু হিসেবে গ্যালেশিয়া হোটেল সুযোগ-সুবিধার নতুন দ্বার উন্মোচন করবে।
 
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া,  ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপ্যাল এ. বি. এম. আশরাফুল হক।

এছাড়াও বিভিন্ন দূতাবাস কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
 
অনুষ্ঠান শেষে অতিথিদের ধন্যবাদ জানান হোটেলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ আলী জিন্নাহ।
 
বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।