ঢাকা: বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় “ফিন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট প্রজেক্ট’ এর আওতায় দীর্ঘমেয়াদী অর্থায়ন তহবিল ব্যবহারের জন্য ছয়টি ব্যাংকের সঙ্গে চুক্তি করেছে (তৃতীয় পর্ব) বাংলাদেশ ব্যাংক।
বুধবার (২৩ ডিসেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের সম্মেলন কক্ষে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন ডেপুটি গর্ভনর নাজনীন সুলতানা। এ সময় তিনি বলেন, অংশগ্রহণকারী ব্যাংকগুলো দীর্ঘমেয়াদী এই তহবিল যথাযথভাবে ব্যবহার করে শিল্প খাতের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি রপ্তানি খাতের পূর্ণমাত্রার সম্প্রসারণ ঘটাতে সক্ষম হবে। তবে এই উন্নয়ন প্রচেষ্টায় পরিবেশগত কোনো ঝুঁকির সৃষ্টি যেন না হয় সেদিকে কঠোর নজর রাখতে হবে। দেশজ উৎপাদন বৃদ্ধির মাধ্যমে টেকসই উন্নয়নের এই প্রচেষ্টায় দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান বৃদ্ধি ত্বরান্বিত হবে বলেও আশা প্রকাশ করেন ডেপুটি গর্ভনর।
উৎপাদনশীল খাতে বিনিয়োগ বৃদ্ধিতে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোকে ৩০০ মিলিয়ন বা ৩০ কোটি ডলারের ঋণ সহায়তা প্রকল্পের আওতায় এই ঋণ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। চলতি বছরের ১৯ নভেম্বর প্রথম পর্বে ৪টি ব্যাংক এবং ১ ডিসেম্বর দ্বিতীয় পর্বে ৬টি ব্যাংকের সঙ্গে অনুরূপ চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
এসই/আরআই