ঢাকা, রবিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

হবিগঞ্জে আরএফএল ‘ড্রিংকইট’ উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৪, জানুয়ারি ৯, ২০১৬
হবিগঞ্জে আরএফএল ‘ড্রিংকইট’ উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

হবিগঞ্জ: হবিগঞ্জে আরএফএলের ওয়াটার পিউরিফায়ার ‘ড্রিংকইট’ এর মোড়ক উন্মোচন করা হয়েছে।

শনিবার (৯ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৬টায় হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে প্রাণ ফ্রুটো আয়োজিত প্রাণ বিজয় আনন্দ কনসার্টে ফিতা কেটে এর মোড়ক উন্মোচন করেন আরএফএলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়িকা মৌসুমী।



অনুষ্ঠানে আরএফএল প্লাস্টিকসের হেড অব মার্কেটিং আরাফাতুর রহমান ও চিত্রনায়িকা মৌসুমী বক্তব্য রাখেন।

এ সময় হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির, হবিগঞ্জের জেলা প্রশাসক সাবিনা আলম, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, আরএফএল প্লাস্টিকসের অ্যাসিস্ট্যান্ট ব্র্যান্ড ম্যানেজার তৌহিদ তুষার খান, প্রাণ বেভারেজ লিমিটেডের ক্যাটাগরি ম্যানেজার হাসিব কামাল, অ্যাসিস্ট্যান্ট ব্র্যান্ড ম্যানেজার আশফাকুর রহমান উপস্থিত ছিলেন।  

প্রাণ-ফ্রুটো বিজয় কনসার্টে কণ্ঠশিল্পী মমতাজ, রিংকু ও সজলসহ জনপ্রিয় শিল্পীরা গান পরিবেশন করবেন।

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।