ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আল-আরাফাহ্ ব্যাংক

ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লায় এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লায় এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন

ঢাকা: দেশের প্রত্যন্ত অঞ্চলে শরীয়াহ্ ভিত্তিক ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার উদ্দেশ্য নিয়ে এজেন্ট ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড।

এর ধারাবিহকতায় সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া মোগড়া বাজার এবং কুমিল্লা জেলার মুরাদনগর বাখরাবাদ বাজারে এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন করা হয়।



সোমবার (২২ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব এজেন্ট ব্যাংকিং ডিভিশন আবেদ আহাম্মদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আউটলেট দু’টির উদ্বোধন করেন।

এজেন্ট আউটলেটগুলোর মাধ্যমে গ্রাহকরা দেশের বিভিন্ন জায়গা থেকে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট খোলা, টাকা জমা ও উত্তোলন, রেমিটেন্স-এর টাকা গ্রহণ, হিসাবের ব্যালেন্স অনুসন্ধান, ফান্ড ট্রান্সফার, বিনিয়োগ আবেদনপত্র জমা, বিনিয়োগ টাকা গ্রহণ, কিস্তি প্রদান, ইউটিলিটি বিল প্রদান, চেক জমা, ডেবিট কার্ড সংগ্রহসহ অন্যান্য সেবা পাবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া শাখার ব্যবস্থাপক মো. মোস্তাক আহমেদ মোল্লা, আখাউড়া শাখার ব্যবস্থাপক মো. মোজাহারুল ইসলাম চৌধুরী, কোম্পানীগঞ্জ শাখার ব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম, মোগড়া বাজার আউটলেটের এজেন্ট মো. আব্দুল কাইয়ুম ভূঁইয়া এবং বাখরাবাদ বাজার আউটলেটের এজেন্ট মো. মনিরুল ইসলাম সরকার।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।