ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ইসলামী ব্যাংকের স্পন্সর ডিরেক্টর আবুল কাশেমের ইন্তেকাল

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
ইসলামী ব্যাংকের স্পন্সর ডিরেক্টর আবুল কাশেমের ইন্তেকাল আবুল কাশেম

ঢাকা: ইসলামী ব্যাংকের স্পন্সর ডিরেক্টর আবুল কাশেম রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না...ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯০ বছর।



বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় দিকে মারা যান তিনি।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় কক্সবাজার সদর ঈদগাঁহ ময়দানে মরহুমের নামাজে জানাজা শেষে কক্সবাজার খুরুশখুল তেতৈয়্যায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

মৃত্যুকালে তিনি তিন ছেলে, ছয় মেয়ে, আত্বীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আবুল কাশেমের মৃত্যুতে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়ার ও ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আবদুল মান্নান গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। তার মাগফিরাত কামনা করে ব্যাংকের প্রধান ও আঞ্চলিক কার্যালয়ের শাখাসমূহে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
ওএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।