ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মুক্তিযুদ্ধের আবেগ মাখা মোটরসাইকেল

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩১ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৬
মুক্তিযুদ্ধের আবেগ মাখা মোটরসাইকেল ছবি: আনোয়ার হোসেন রানা / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দেশের বাজারে নতুন কমিউটার মোটরসাইকেল আনলো শীর্ষস্থানীয় আমদানি, সংযোজন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান উত্তরা মোটরস। ‘বাজাজ ভি’ নামে মোটরসাইকেলটি কেবল একটি মোটরসাইকেল নয়- এতে রয়েছে মুক্তিযুদ্ধের আবেগ!

ঢাকা: দেশের বাজারে নতুন কমিউটার মোটরসাইকেল আনলো শীর্ষস্থানীয় আমদানি, সংযোজন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান উত্তরা মোটরস। ‘বাজাজ ভি’ নামে মোটরসাইকেলটি কেবল একটি মোটরসাইকেল নয়- এতে রয়েছে মুক্তিযুদ্ধের আবেগ!

‘বাজাজ ভি’ তৈরি করা হয়েছে ভারতীয় নৌবাহিনীর প্রথম বিমানবাহী রণতরীর ধাতব দিয়ে।

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের উত্তাল দিনে বাংলাদেশের পাশে দাঁড়ায় প্রতিবেশী দেশ ভারত। পাকিস্তানের পক্ষে বঙ্গোপসাগরে যুক্তরাষ্ট্রের পাঠানো সপ্তম নৌবহরকে রুখে দাঁড়িয়েছিলো আইএনএস ভিক্রান্ত।

যুদ্ধচলাকালীন সময় চট্টগ্রাম, কক্সবাজার, খুলনা ও মংলা বন্দরের মতো গুরুত্বপূর্ণ জলসীমায় যৌথবাহিনীর শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করে পাকিস্তানি হানাদার বাহিনীকে পিছু হটতে বাধ্য করে এটি।

কালের আবর্তে অকেজো হয়ে পড়া যুদ্ধ জাহাজটি যখন ভেঙে ফেলা হচ্ছিলো, তখন মুক্তিযুদ্ধের অকৃত্রিম এ বন্ধুটিকে পুনর্জন্ম দিয়ে বাংলাদেশে পাঠিয়েছে শীর্ষস্থানীয় মোটরবাইক নির্মাতা প্রতিষ্ঠান বাজাজ।

রোববার (২০ নভেম্বর) দুপুরে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাংলাদেশে এর যাত্রা শুরু করা হয়।

এ সময় জানানো হয়, ১৯৯৭-২০১২ সাল পর্যন্ত মুম্বাইয়ের সামুদ্রিক জাদুঘরে সংরক্ষিত ছিলো আইএনএস ভিক্রান্ত। কিন্তু ২০১২ সালে জাদুঘরটি বন্ধ হয়ে গেলে ২০১৪ সালের জানুয়ারি মাসে জাহাজটি ভেঙে ফেলা হয়। তখনই যুদ্ধ জাহাজটির ধাতু দিয়ে ‘বাজাজ ভি’ তৈরির সিদ্ধান্ত নেয় কোম্পানিটি।

বাজাজ ভি’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোশাররফ হোসেন ভুঁইয়া।

অতিথি বক্তা হিসেবে ১৯৭১ এবং মুক্তিযুদ্ধে আইএনএস ভিক্রান্তের অবদান নিয়ে স্মৃতি রোমন্থন করেন মেজর জেনারেল (অব.) কে এম শফিউল্লাহ (বীর উত্তম)।

আরও ছিলেন উত্তরা মোটরস লিমিডেটের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক ডুরান্ড মেহদাদুর রহমান প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন মুক্তিযুদ্ধে শহীদ শহীদুল্লাহ কায়সার সন্তান শমী কায়সার।

সারাদেশে উত্তরা মোটরস’র শো রুমে ‘বাজাজ ভি’ পাওয়া যাবে। অত্যাধুনিক মানের ১৫০ সিসি মোটরসাইকেলটির দাম ধরা হয়েছে ১ লাখ ৭৭ হাজার ৫০০ টাকা।

মতিউর রহমান বলেন, মুক্তিযুদ্ধে যারা বাংলাদেশের বিজয় ছিনিয়ে এনে দেশকে বিশ্ব মানচিত্রে স্বাধীন দেশ হিসেবে প্রতিষ্ঠা করেছেন- সেই বীরদের প্রতি শ্রদ্ধা জানাতেই ‘বাজাজ ভি’। মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত আইএনএস ভিক্রান্ত’র আবেগ মাখা স্মৃতি নতুন প্রজন্মের হাতে তুলে দিতে পেরে উত্তরা মটরস গর্বিত।

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৬
জেপি/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।