ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

৫৯৯ টাকায় তিন থ্রি-পিস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৭
৫৯৯ টাকায় তিন থ্রি-পিস আপন টেক্সটাইলের স্টল

ঢাকা: একটি থ্রি-পিস ৫শ’ টাকার কমে পাওয়া দুস্কর। তবে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় (ডিআইটিএফ) ৫৯৯ টাকাতেই পাওয়া যাচ্ছে তিনটি থ্রি-পিস। নারীদের জন্য ব্যাপক এ সুযোগ এনেছে আপন টেক্সটাইল।
 
 

ডিআইটিএফ এর মূল ফটক দিয়ে ভেতরে প্রবেশ করলে দক্ষিণ পূর্ব দিকের ৪৭ নম্বর স্টলটি আপন টেক্সটাইলের।
 
প্রতিষ্ঠানটি নিজস্ব তাঁত ছাড়াও ভারত-পাকিস্তানের নানা ডিজাইন ও হাতের কাজের ওপর থ্রি-পিস এনেছে।

এতে নারী ক্রেতাদের ভিড়ও লক্ষ্য করা গেছে।
 
বিক্রয়কর্মী মো. সোহাগ বাংলানিউজকে বলেন, ৫৯৯ টাকায় যে তিনটি থ্রি-পিস পাওয়া যাচ্ছে, সেগুলো সম্পূর্ণ নিজস্ব তাঁতে তৈরি। প্রতিষ্ঠানটি ৯৯৯ টাকায় দিচ্ছে সূতি কাপড়ের ৩টি থ্রি-পিস।
 
আপন টেক্সটাইল তাদের প্যাভিলিয়নে দেশীয় কাপড় ছাড়াও ভারতীয় বিভিন্ন ডিজাইনের কাপড় দিয়েও সাজিয়েছে।
 
প্রতিষ্ঠানটি ইন্ডিয়ান ফোরপিস দিচ্ছে ১ হাজার ১৫০ টাকা থেকে ১ হাজার ৮৫০ টাকায়। এগুলোর মধ্যে রয়েছে টিস্যু কাপড়, নেট কাপড় ইত্যাদি। এছাড়া গঙ্গা থ্রি-পিস রয়েছে ৮৯০ টাকায়, জয়পুরী ৮৫০ টাকায় আর জামদানি তাঁতের থ্রি-পিস ৭৫০ টাকায়।
 
আবার পাকিস্তানি লোন থ্রি-পিস দেওয়া হচ্ছে ১ হাজার ৫০ টাকায়।
 
এদিকে সর্বোচ্চ ৩ হাজার টাকা পর্যন্ত দেশীয় বিভিন্ন তাঁত ও সূতির থ্রি-পিসও বিক্রি করছে তারা।
 
আপন টেক্সটাইলের প্যাভিলিয়নে কথা হয় আসমা সুলতানার সঙ্গে। তিনি ইন্ডিয়ান থ্রি-পিস নেওয়ার জন্য এসেছিলেন। তবে দেশীয় সূতি কাপড়ের থ্রি-পিস পছন্দ হওয়ার তাই কিনে নিয়েছেন।
 
বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৬
ইইউডি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।