ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

করসেবা বৃদ্ধিতে আয়কর ক্যাম্প চালুর নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, মার্চ ৬, ২০১৭
করসেবা বৃদ্ধিতে আয়কর ক্যাম্প চালুর নির্দেশ

ঢাকা: আয়কর ক্যাম্প চালু করার মাধ্যমে করসেবা জনগণের আরও কাছাকাছি নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান।

সোমবার (০৬ মার্চ) দুপুরে রাজধানীর কর অঞ্চল-৩ পরিদর্শন ও মতবিনিময়কালে তিনি এ নির্দেশ দেন। এ সময় জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নজিবুর রহমান বলেন, বর্তমানে দেশের নাগরিকরা কর দেওয়াকে বাহাদুরি মনে করেন। তারা কর দিয়ে দেশের গর্বিত নাগরিক হতে চান। পাশাপাশি তারা কাঙ্ক্ষিত করসেবাও চান। তাই, আমরা করনেট বৃদ্ধির জন্য করসেবাকে আরও অধিকতর সহজ করতে কাজ করছি।

জনগণকে দ্রুত করসেবা দেওয়ার জন্য আয়কর মেলা, আয়কর সপ্তাহের মতো আয়কর ক্যাম্প করা হবে। আয়কর ক্যাম্প থেকে সম্মানিত করদাতারা মেলার মতো উৎসবমুখর পরিবেশে সব ধরনের করসেবা পাবেন বলেও উল্লেখ করেন এনিবিআর চেয়ারম্যান।

তিনি বলেন, প্রাথমিকভাবে ঢাকার সব কর অঞ্চলে আয়কর ক্যাম্পের আয়োজন করা হবে। পর্যায়ক্রমে সারাদেশে বিভিন্ন সময় আয়কর ক্যাম্প করা হবে। আর এটা চালু হলে আয়কর দাতারা আরও বেশি সুযোগ-সুবিধা পাবেন।

তবে সবাইকে নিজ নিজ স্থান থেকে কর দেওয়ায় উৎসাহী হতে হবে। কেননা, কর প্রদান ছাড়া দ্রুত দেশের উন্নয়ন সম্ভব নয়।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৭
এসজে/ওএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।