বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার সহকারী রাজস্ব কর্মকর্তা তিতুমির আহম্মেদ বাংলানিউজকে জানান, ভারতে হোলি উৎসবের ছুটির কারণে কোনো পণ্য আমদানি হচ্ছে না। বন্ধ রয়েছে বাংলাদেশ থেকে রফতানি পণ্যের বাণিজ্য।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, এ পথে ভারত থেকে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকলেও স্বাভাবিক রয়েছে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত।
পেট্রাপোল বন্দরের ক্লিয়ারিং এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, দোল পূর্ণিমা একটি বৈষ্ণব উৎসব। বসন্তের এই উৎসবটি হোলি নামে পরিচিত। অশুভ শক্তির বিনাশ হিসেবে হোলি উৎসব হয়ে থাকে। এই উৎসব উপলক্ষে ছুটি থাকায় সিঅ্যান্ডএফ মালিক, কর্মচারী, হ্যান্ডলিং শ্রমিক, ট্রাকচালকরা নিজ নিজ এলাকায় গেছেন। এজন্য আমদানি-রফতানি বন্ধ রয়েছে।
বেনাপোল বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) আব্দুল জলিল জানান, সোমবার সকাল থেকে পুনরায় এ পথে দুই দেশের মধ্যে আমদানি-রফতানি শুরু হবে।
বাংলাদেশ সময়: ০৯৩৯ ঘন্টা, মার্চ ১২, ২০১৭
এজেডএইচ/এসআই