ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পেপারলেস বাণিজ্য চুক্তি করতে থাইল্যান্ডে বাণিজ্যমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৪ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৭
পেপারলেস বাণিজ্য চুক্তি করতে থাইল্যান্ডে বাণিজ্যমন্ত্রী

ঢাকা: পেপারলেস বাণিজ্য চুক্তি করতে থাইল্যান্ড গেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। সোমবার সকালে ব্যাংককের উদ্দেশে হযরত শাহাজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানায়, জাতিসংঘের ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন  ফর এশিয়া অ্যান্ড দি প্যাসিফিক (ইউএনস্ক্যাপ)-এর ৭২তম সেশনে ফ্রেমওয়ার্ক অ্যাগ্রিমেন্ট অন ফেসিলিটেশন অফ ক্রস-বর্ডার পেপারলেস ট্রেড ইন এশিয়া অ্যান্ড দি প্যাসিফিক’ শীর্ষক ৭২/৪ নম্বর রেজ্যুলেশন গৃহীত হয়। এ চুক্তিতে বাংলাদেশ অংশীদার হওয়ার বিষয়ে গত ৭ আগস্ট, ২০১৭ তারিখে মন্ত্রিসভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

আগামী ২৯ আগস্ট, ২০১৭ তারিখে ব্যাংককে অবস্থিত ইউএনস্ক্যাপ-এর সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে এ চুক্তিতে বাংলাদেশের পক্ষে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ স্বাক্ষর করবেন।

বাণিজ্যমন্ত্রী ‘হাইলেভেল ডায়ালগ অন এনহানসিং রিজিওন্যাল ট্রেড থ্রো ইফেকটিভ পার্টিসিপেশন ইন দি ডিজিটাল ইকোনমি’ শীর্ষক ডায়ালগে অংশ নেবেন।

এছাড়াও ৩০ আগস্ট ব্যাংকক থেকে বাণিজ্যমন্ত্রী শ্রীলংকা যাবেন। সেখানে শ্রীলংকার ইন্টারন্যাশনাল ট্রেড এবং বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ এবং এফটিএ সম্পাদন বিষয়ে মতবিনিময় করবেন।

এরপর তোফায়েল আহমেদ ইন্ডিয়া ফাউন্ডেশনের আমন্ত্রণে ৩১ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর কলোম্বোয় অনুষ্ঠিতব্য ‘সেকেন্ড ইন্ডিয়ান ওশান কনফারেন্স-২০১৭’-এ যোগদান করে ১ সেপ্টেম্বর মিনিস্টার প্যানেলে বক্তৃতা করবেন। এতে ২৯টি দেশের প্রতিনিধি অংশ নেবেন। এ কনফারেন্সে ‘পিস, প্রোগ্রেস অ্যান্ড প্রোসপারিটি’ শীর্ষক আলোচনায় অংশ নেবেনে তোফায়েল আহমেদ।

এ কনফারেন্সে বাণিজ্যমন্ত্রী ভারত মহাসাগরের তীরবর্তী অঞ্চলের দেশসমূহের সংশ্লিষ্ট মন্ত্রী ও নীতি নির্ধারকদের সাথে বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে আলোচনা করবেন। এতে করে বাংলাদেশের সাথে দেশগুলোর বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

এরপর বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ আগামী ১ সেপ্টেম্বর দেশে ফিরবেন।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৭
আরএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।