ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

কুষ্টিয়ায় আয়কর ক্যাম্প উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৯ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৭
কুষ্টিয়ায় আয়কর ক্যাম্প উদ্বোধন কুষ্টিয়ায় আয়কর ক্যাম্প উদ্বোধন

কুষ্টিয়া: জনকল্যাণে রাজস্ব, উন্নয়নের অক্সিজেন রাজস্ব-এ স্লোগান নিয়ে কুষ্টিয়ার মিরপুর উপজেলায় শুরু হয়েছে তিনদিন ব্যাপী আয়কর ক্যাম্প।

সোমবার (০৯ অক্টোবর) বেলা ১১টায় উপজেলার পোড়াদহ মাধ্যমিক বিদ্যালয় অডিটোরিয়ামে কর অঞ্চল খুলনার উদ্যোগে এ ক্যাম্প উদ্বোধন করা হয়।  

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ক্যাম্পের উদ্বোধন করেন মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন।

অনুষ্ঠানে কর অঞ্চল খুলনার যুগ্ম-কর কমিশনার মঞ্জুর আলমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম জামাল আহম্মেদ, পোড়াদহ কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন, পোড়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুকুজ্জামান, পোড়াদহ পুরাতন বাজার বণিক সমিতির সভাপতি নুরুল ইসলাম, আয়কর আইনজীবী সমিতির কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক এম মাহফুজ হোসেন মুকুল প্রমুখ।  

দেশে রাজস্ব বান্ধব সংস্কৃতি প্রতিষ্ঠা ও করদাতা সেবার মান বৃদ্ধির লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ডের আয়কর অনুবিভাগ এ কর্মসূচির আয়োজন করেছে। আয়কর ক্যাম্প চলবে ১১ অক্টোবর পর্যন্ত।  

বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।