ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ইউএনডিইএস প্রতিনিধিদের সঙ্গে এফবিসিসিআই সভাপতির সাক্ষাৎ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৯ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৭
ইউএনডিইএস প্রতিনিধিদের সঙ্গে এফবিসিসিআই সভাপতির সাক্ষাৎ ইউএনডিইএস প্রতিনিধিদের সঙ্গে এফবিসিসিআই সভাপতির সাক্ষাৎ

ঢাকা: ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স (এফবিসিসিআই) সভাপতি মো. শফিউল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক সংস্থার (ইউএনডিইএস) উন্নয়ন নীতি বিষয়ক কমিটির (সিডিপি) সদস্যরা।

মঙ্গলবার (১০ অক্টোবর) এফবিসিসিআই-এ সভাপতির কার্যালয়ে তারা এ সাক্ষাৎ করেন।

সিডিপি সচিবালয়ের প্রধান মি. রোল্যান্ড মলেরাস প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

মিশন সদস্যরা এফবিসিসিআই নেতাদের সঙ্গে স্বল্পোন্নত দেশগুলোর উন্নয়ন প্রক্রিয়া বোঝার জন্য ওয়েববেসড প্ল্যাটফর্ম তৈরির প্রাথমিক বিষয়ে আলোচনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন এফবিসিসিআই’র সহ-সভাপতি মো. মুনতাকিম আশরাফ এবং পরিচালক শমী কায়সার ও ড. কাজী ইরতেজা হাসান।  

এফবিসিসিআই সভাপতি শফিউল উন্নয়ন নীতি বিষয়ক কমিটির সদস্যদেরকে দেশের বর্তমান অর্থনৈতিক উন্নয়ন বিষয়ে অবহিত করেন। এছাড়া এফবিসিসিআই’র পক্ষ থেকে তাদেরকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন।

সিডিপিমিশনের আঞ্চলিক পরামর্শক মি. ড্যানিয়েল গে এবং সিডিপির ঊর্ধ্বতন অর্থনৈতিক কর্মকর্তা মি. ম্যাথিয়াস ব্রাকনার আলোচনায় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৭
পিআর/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।