এ উপলক্ষে রোববার (১৫ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের হলরুম ‘সুরমা’য় সংবাদ সম্মেলনের মাধ্যমে এবারের সেরা রাঁধুনী’র আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা জাকির ইবনে হাই, জ্যেষ্ঠ ব্যবস্থাপক (বিপণন) ইমতিয়াজ ফিরোজ, মাছরাঙা টেলিভিশনের ডিজিএম (অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স) এসএম ছারোয়ার হোসেন, মিডিয়াকম লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা অজয় কুমার কুণ্ডু, প্রতিযোগিতার দুই বিচারকসহ অন্য কর্মকর্তারা।
প্রতিযোগিতার রেজিস্ট্রেশন ১৫ অক্টোবর শুরু হয়ে ১৪ নভেম্বর পর্যন্ত চলবে। এতে ১৮ বছরের বেশি বয়সী যেকোনো বাংলাদেশি নারী-পুরুষ অংশ নিতে পারবেন।
প্রাথমিকভাবে বিভাগীয় অডিশনের মাধ্যমে সারাদেশ থেকে নির্বাচিত ৪০ জন রন্ধনশিল্পীকে ঢাকায় আমন্ত্রণ জানানো হবে। এরপর আরেকটি প্রতিযোগিতার পর তাদের মধ্য থেকে সেরা ১৬ জনকে নিয়ে শুরু হবে গ্রুমিং রাউন্ড।
তারাই প্রতিদ্বন্দ্বিতা করবেন মূল স্টুডিও রাউন্ডে। এরপর প্রতিযোগিতার নানা ধাপ পেরিয়ে নির্বাচিত হবেন ‘সেরা রাঁধুনী ১৪২৪’।
আগ্রহী প্রতিযোগীরা নিজস্ব রান্নার রেসিপি, তিনটি থ্রি আর (3R) সাইজ ছবি এবং নির্দিষ্ট কিছু প্রশ্নের উত্তর পাঠিয়ে ‘সেরা রাঁধুনী ১৪২৪’ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। রেসিপি, ছবি ও উত্তর পাঠানোর ঠিকানা: সেরা রাঁধুনী ১৪২৪, স্কয়ার সেন্টার, ৪৮ মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ই-মেইলও করা যাবে sheraradhuni1424@gmail.com-এ ঠিকানায়।
এছাড়া গুগল প্লে-স্টোর থেকে ‘রাঁধুনী’ অ্যাপ নামিয়েও যে কেউ সহজেই রেজিস্ট্রেশন করতে পারবেন।
বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
এএটি/জেডএস