ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বিশ্ব রেকর্ডের পথে লাইফবয়

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৬ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৭
বিশ্ব রেকর্ডের পথে লাইফবয় লার্জেস্ট হিউম্যান ইমেজ অব এ হ্যান্ড

ঢাকা: বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ‘লার্জেস্ট হিউম্যান ইমেজ অব এ হ্যান্ড’ তৈরির মাধ্যমে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখাতে চলেছে বিশ্বের এক নম্বর হেলথ সোপ ব্র্যান্ড লাইফবয়।

গত ১৪ অক্টোবর (শনিবার) ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ মাঠে ১১ হাজারেরও বেশি স্কুল ছাত্রছাত্রী লাইফবয় ব্র্যান্ডের টি-শার্ট এবং ক্যাপ পড়ে লাইফবয় টিমের সহযোগিতায় ‘ওয়ার্ল্ডস লার্জেস্ট হিউম্যান ইমেজ অব এ হ্যান্ড’ তৈরির লক্ষ্যে সমবেত হয়।

আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী খৈয়াম সানু সন্ধি।

তিনি ইভেন্টে অংশ নেওয়া সবার জন্য মঞ্চে গান পরিবেশন করেন।  

অনুষ্ঠানে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়া ‘ওয়ার্ল্ডস লার্জেস্ট হিউম্যান ইমেজ অব এ হ্যান্ড’ তৈরির উদ্যোগ সরাসরি পর্যবেক্ষণে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসের সংশ্লিষ্ট প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৭
জিপি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।