তিনি বলেন, এ লক্ষ্যে সিলেটে ৪০ হাজার করদাতা বাড়ানোর জন্য কর অঞ্চল সিলেটের লোকজন বাড়ি বাড়ি, মার্কেট ও সাব রেজিস্ট্রারি অফিসে দলিলে কেনাবেচাসহ বিভিন্ন সোর্সে নতুন করদাতা বাড়ানোর চেষ্টা করছি।
বর্তমানে সিলেট কর অঞ্চলে করদাতার সংখ্যা ২ লাখ ১৯ হাজার ৬৪০ জন।
সোমবার (১১ নভেম্বর) নগরের হাউজিং এস্টেট কর অঞ্চল সিলেটের অস্থায়ী কার্যালয়ে আয়করমেলা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
কর কমিশনার বলেন, ২০১৯-২০ সালে ৯৬২ কোটি টাকা টার্গেট নিয়ে এগুচ্ছে সিলেট কর অঞ্চল। গত বছর এ লক্ষ্যমাত্রা ছিল ৮৬২ কোটি। এরমধ্যে ৬২৯ কোটি ৫৬ লাখ টাকা আদায় হয়েছিল। যেখানে দেশজ উৎপাদনের (জিডিপি) লক্ষ্যমাত্রা ৮ শতাংশ কর অঞ্চলের অর্জন ছিল।
তিনি আরও বলেন, করদাতাদের উৎসাহিত করতে এবারও ৪ ক্যাটাগরিতে ৩৫ জনকে সেরা করদাতা পুরস্কারে ভূষিত করা হচ্ছে। আগামী ১৩ নভেম্বর নগরের রিকাবিবাজার মোহাম্মদ আলী জিমনেশিয়ামে তাদের সম্মাননা দেবে কর অঞ্চল সিলেট। পর দিন ওই ভেন্যুতে ১৪-২০ নভেম্বর পর্যন্ত আয়করমেলা চলবে। মেলার উদ্বোধন করবেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী।
এছাড়া মৌলভীবাজার জেলায় ১৫-১৮ নভেম্বর চারদিন মেলা চলবে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে। সুনামগঞ্জে ১৬-১৯ নভেম্বর চারদিন ডিএস রোডের শহীদ আবুল হোসেন মিলনায়তনে। হবিগঞ্জে ১৭-২০ নভেম্বর চারদিন কলেজ রোড জেলা অডিটরিয়ামে মেলা অনুষ্ঠিত হবে।
উপজেলা পর্যায়ে সিলেটের গোলাপগঞ্জে আসিদ আলী কমপ্লেক্সে ১৬ ও ১৭ নভেম্বর, সুনামগঞ্জের ছাতক উপজেলার মণ্ডলীভোগ মতিন ভিউতে ১৭ ও ১৮ নভেম্বর, সিলেটের বালাগঞ্জে তাজপুর বাজার মশ্রব আলী কমপ্লেক্সে ১৫ ও ১৬ নভেম্বর, মৌলভীবাজারের শ্রীমঙ্গলের হাউজিং এস্টেট ৩ নম্বর রোডে ৫০/বি অফিস প্রাঙ্গণে ১৭ ও ১৮ নভেম্বর এবং জেলার কুলাউড়ায় মহিলা কলেজ রোডে ১৫৭ টিটিডিসি এরিয়া সড়কে ১৮ ও ১৯ নভেম্বর মেলা অনুষ্ঠিত হবে। মেলায় ২১টি স্টল থাকবে। প্রতিটি স্টল থেকে গ্রাহকদের ওয়ানস্টপ সার্ভিস দেওয়া হবে।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- যুগ্ম কর কমিশনার পঙ্কজ লাল সরকার, সাহেদ আহমেদ চৌধুরী, উপ-কর কমিশনার কাজল সিংহ।
বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৯
এনইউ/আরবি/