বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইউরোপীয় পার্লামেন্টে ‘ইউরোপীয় ইউনিয়ন-বাংলাদেশ পোশাক শিল্প বাণিজ্য: বাস্তবতা পরীক্ষার সময়’ শীর্ষক এক সভার আয়োজন করা হয়।
বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, বাংলাদেশের আর্থসামাজিক অগ্রগতিতে তৈরি পোশাক শিল্পখাত বিশেষ অবদান রয়েছে। আর এ খাতে বিশেষ পরিবর্তন আনতে সক্ষম হয়েছেন নারী শ্রমিকরা। চার দশক ধরে ভেতর ও বাইরে নানা চ্যালেঞ্জ থাকলেও এ খাত এগিয়ে চলছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি রুবানা হক, নিউইয়র্ক ইউনিভার্সিটি স্ট্রেন স্কুল অব বিজনেসের অধ্যাপক মাইকেল এইচ পোসনার, ব্রাসেলসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ শাহাদৎ হোসেন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৯
টিআর/ওএইচ/