এআইইউবির মাল্টিপারপাস হলে চলতি বছরের ৯ ফেব্রুয়ারি (রোববার) এ সেমিনারে ফিন্যান্স মেজর ২শজন আন্ডারগ্রাজ্যুয়েট শিক্ষার্থী অংশ নেন।
সেমিনারের উদ্বোধন করেন জ্যৈষ্ঠ সহকারী অধ্যাপক বোহি শাহজাহান।
শান্তা এসেট ম্যানেজমেন্টের ডেপুটি ফান্ড ম্যানেজার এইচ এম জাহিদ হাসান সমন্বিত তহবিলের মৌলিক বিষয় এবং দীর্ঘ পরিসরে তার ফলাফলের ওপর গুরুত্বারোপ করেন।
গ্রাজ্যুয়েট শিক্ষার্থীদের প্রোগ্রাম ডিরেক্টর ডা. নিসার আহমেদ সবাই ধন্যবাদ দিয়ে সেমিনারের সমাপ্তি ঘোষণা করেন। সেমিনার আয়োজনের দায়িত্বে ছিলেন মার্কেটিং বিভাগের লেকচারার সৈয়দ শহিদ রহমান, লেকচারার মাহির আবরার, ফিন্যান্স বিভাগের সহকারী অধ্যাপক জয়নাল আবেদিন, লেকচারার সৈয়দ ইব্রাহিম আহমেদ এবং শান্তা এসেট ম্যানেজমেন্টের জ্যৈষ্ঠ নির্বাহী জুনায়েদ হোসেন হৃদয়।
বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২০
এএটি