মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিএসইসির ৭১৮তম কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে বলে সংস্থাটির নির্বাহী পরিচালক মো. মাহবুবুল আলম স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, কোম্পানিটি আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে ৫০ কোটি টাকা সংগ্রহ করবে।
সর্বশেষ ৩০ জুন ২০১৯ অর্থবছরে কোম্পানিটির ভারিত গড় হিসাবে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিলো ১ টাকা ৯১ পয়সা। আর ৩০ জুন, ২০১৯ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (পুনর্মূল্যায়ন সঞ্চিতিসহ) ছিল ৪৫ টাকা ৮৫ পয়সা। আর পুনর্মূল্যায়ন সঞ্চিতি ছাড়া শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৬ টাকা ৬২ পয়সা।
কোম্পানিটির ইস্যু ম্যানেজারের দায়িত্বে প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট এবং রেজিস্টার টু দ্য ইস্যুর দায়িত্বে রয়েছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।
যে কোম্পানির সাধারণ শেয়ার প্রান্ত (কাট-অফ) মূল্য নির্ধারণের জন্য ইলেকট্রনিক বিডিংয়ে অংশগ্রহণে ইচ্ছুক প্রত্যেক যোগ্য বিনিয়োগকারীকে ইলেকট্রনিক বিডিং শুরুর দিন থেকে পূর্ববর্তী পঞ্চম কার্যদিবসে তালিকাভুক্ত সিকিউরিটিজে বাজারমূল্যে ন্যূনতম এক কোটি টাকা বিনিয়োগ থাকতে হবে মর্মে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।
বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২০
এসএমএকে/এএটি