ঢাকা, সোমবার, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রেড ক্রিসেন্টে করদাতাদের অনুদানে করছাড়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৭, ফেব্রুয়ারি ১২, ২০২০
রেড ক্রিসেন্টে করদাতাদের অনুদানে করছাড়

ঢাকা: করদাতারা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে কোনো অনুদান দিলে ওই আয়ের উপর আয়কর ছাড় দিয়েছে সরকার।

অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।  

সিনিয়র সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স, ১৯৮৪ এর সেকশন ৪৪ এর সাব-সেকশন (৪) এর ক্লজ ‘বি’তে প্রদত্ত ক্ষমতাবলে সরকার ফিল্যান্ডট্রপিক ইনস্টিটিউশন হিসেবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির অনুকূলে কোনো করদাতার দান বা অনুদানকে দানদাতার অনুকূলে অর্ডিন্যান্স এর অধীন প্রদেয় আয়কর থেকে আয়কর রেয়াদ দেওয়া হলো।

বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২০ 
জিসিজি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।