বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা পরিদর্শনে এসে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
এসময় মন্ত্রী আরো বলেন, বর্তমানে আশুগঞ্জ সার কারখানাটির যে নাজুক অবস্থা রয়েছে তা থেকে উত্তরণের জন্য কারখানাটির নষ্ট ও পুরনো যন্ত্রপাতি পুন:স্থাপন করা হবে।
পাশাপাশি বিদেশ থেকে যাতে করে আমাদের কোনো ধরনের সার আমদানি করতে না হয় সেজন্য সবার দেশীয় সার উৎপাদন বাড়ানোর জন্য তাগিদ দেন প্রতিমন্ত্রী।
কর্মকর্তা ও কর্মচারীদের হুঁশিয়ার করে দিয়ে মন্ত্রী বলেন, সার নিয়ে যাতে পত্রিকায় লেখালেখি না হয় সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। কৃষক যাতে সার পায় সেজন্য সবাইকে সময়মত কাজে আসতে হবে এবং আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।
এসময় মন্ত্রীর সঙ্গে ছিলেন বিসিআইসির চেয়ারম্যান হাইয়ুল কাইয়ুম, আশুগঞ্জ সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান, প্রতিমন্ত্রীর একান্ত সচিব শাহ মুমিন, আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজিমুল হায়দার, আশুগঞ্জ সার কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) এটিএম বাকিসহ আরো অনেকেই।
বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২০
এসএইচ