ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ভাষাশহীদদের প্রতি রূপালী ব্যাংকের শ্রদ্ধা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২০
ভাষাশহীদদের প্রতি রূপালী ব্যাংকের শ্রদ্ধা

ঢাকা: অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে রাষ্ট্রায়ত্ব রূপালী ব্যাংক লিমিটেড।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যাংকের চেয়ারম্যান মনজুর হোসেন, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী (সিইও) মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদের নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ সময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম, খন্দকার আতাউর রহমান, অরুণ কান্তি পাল, মহাব্যবস্থাপক (জিএম) মো. শফিকুল ইসলাম, আবুল খায়ের, খান ইকবাল হোসেন, আবদুর রহিম, গোলাম মর্তুজা, শহিদুল্লাহ সরকার, উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মনোয়ারা পারভীন, তাজউদ্দীন আহম্মদ, মো. আবুল হাসান, সাখাওয়াত হোসেন, এন এম আলী ঈমাম, মঈনউদ্দিন মাসুদ, শেখ মনজুর করিম, মুহাম্মদ আবদুল কাদের জিলানীসহ সব ডিজিএম, সহকারী মহাব্যবস্থাপক (এজিএম), ব্যাংকের কর্মচারী ইউনিয়নের (সিবিএ) সভাপতি শাহ আলম ও সেক্রেটারি মহিউদ্দিনসহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২০
এসই/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।