ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ধারাবাহিকভাবে কমছে রেমিটেন্স

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৫ ঘণ্টা, অক্টোবর ৪, ২০২১
ধারাবাহিকভাবে কমছে রেমিটেন্স

ঢাকা: চলতি অর্থবছরের প্রথম মাস জুলাই থেকেই পতনের ধারা অব্যাহত রয়েছে প্রবাসীর আয়। সরকারের প্রণোদনার পরও বিগত সময়ের চেয়ে কম আসছে রেমিটেন্স।

সেপ্টেম্বর মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৭২ কোটি ৬২ লাখ ডলার। আগের বছরের একই সময়ে প্রবাসীরা পাঠিয়েছিলেন ২১৫ কোটি ১০ লাখ ডলার। এক বছরের ব্যবধানে রেমিটেন্স কমেছে ২০ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১-২২ অর্থবছরের আগস্ট মাসে প্রবাসীরা ১৮১ কোটি ডলার দেশে পাঠিয়েছিলেন। আগের বছরের আগস্টে পাঠিয়েছিলেন ১৯৬ কোটি ডলার। সে হিসেবে এক বছর প্রবাসীরা ৮ শতাংশ কম অর্থ দেশে পাঠিয়েছেন আগস্ট মাসে।

একইভাবে চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে প্রবাসীরা ১৮৭ কোটি ডলার দেশে পাঠিছিলেন। আর ২০২০-২১ অর্থবছরের শেষ মাস জুলাইয়ে পাঠিয়েছিলেন ১৯৪ কোটি ডলার।

মহামারির প্রভাব কমতে শুরু করার সঙ্গে প্রবাসীরা আয়ের অর্থ দেশে পাঠানো বন্ধ করে দিয়েছেন নাকি বৈধ পথে পাঠাচ্ছেন না। অবিলম্বে সংশ্লিষ্টদের এসব বিষয়ে নজর দেওয়া দরকার বলে মনে করেন বিশ্লেষকরা।

বাংলাদেশ সময়: ০২৩৫ ঘণ্টা, অক্টোবর ৪, ২০২১
এসই/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।