ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রেশনিং ব্যবস্থা চালুর দাবি পোশাক শ্রমিকদের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২২
রেশনিং ব্যবস্থা চালুর দাবি পোশাক শ্রমিকদের

ঢাকা: নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে নতুনভাবে মজুরি কাঠামো ঘোষণার পূর্ব পর্যন্ত মহার্ঘ ভাতা প্রদান ঘোষণার দাবিতে ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিল-আইবিসি মানববন্ধন করেছে।

একই সঙ্গে গার্মেন্টস শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা চালুর দাবিও জানানো হয় মানববন্ধন থেকে।

 

১০ সেপ্টেম্বর(শনিবার) জাতীয় প্রেসক্লাবে ইন্ডাট্রিয়াল বাংলাদেশ কাউন্সিল-আইবিসি আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বেড়ে যাওয়ায় এবং জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে যাতায়াত খরচসহ অন্যান্য খরচও বেড়েছে, এতে করে গার্মেন্টস শ্রমিকরা মানবেতর জীবন যাপন করছেন।  

তারা আরো বলেন, সরকার গার্মেন্টস শিল্প সেক্টরের শ্রমিকদের জন্য ২০১৮ সালে নিম্নতম মজুরি হার ঘোষণা করে।  
গার্মেন্টস শিল্পে শান্তি শৃঙ্খলা রাখার স্বার্থে এই সেক্টরের শ্রমিকদের জন্য নতুন করে নিম্নতম মজুরি ঘোষণা করার দাবি জানান বক্তারা।

মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন আইবিসির সভাপতি মীর আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক রাশেদুল আলম রাজুর সঞ্চলনায় আরো বক্তব্য দেন আইবিসির আমিরুল হক আমিন, কুতুবউদ্দিন আহম্মেদ, রুহুল আমিন, জেড.এম কামরুল আনাম ও তৌহিদুর রহমান।  

বাংলাদেশ সময়: ১২৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২২
এনবি/এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।