ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জবি শিক্ষক সমিতির প্রথম নির্বাচন বুধবার

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১২
জবি শিক্ষক সমিতির প্রথম নির্বাচন বুধবার

ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতির নির্বাচন প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।



নীল ও সাদাদলের দু’টি আলাদা প্যানেলে শিক্ষকরা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, এ নির্বাচন উপলক্ষে গঠিত পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গত ২ এপ্রিল তফসিল ঘোষণা করে। এতে শিক্ষকরা  ১৫ সদস্যের কার্যনির্বাহী কমিটি নির্বাচনে নীলদল ও সাদাদল আলাদা দু’টি প্যানেলে মনোনয়নপত্র দাখিল করে ১১ এপ্রিল।

১৫ এপ্রিল ছিল প্রার্থীতা প্রত্যাহার ও চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশের শেষ দিন।

তবে চূড়ান্ত বাছাইয়ে প্রকৃত নামের সঙ্গে বানানের অমিল পাওয়ায় সাদাদলের এক সদস্য প্রার্থীর মনোনয়ন বাতিল করে নির্বাচন কমিশন।

বিশ্ববিদ্যালয়ের মোট ৩শ শিক্ষক এ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

বঙ্গবন্ধুর আদর্শ, মুক্তিযুদ্ধের চেতনা, বাঙালি জাতীয়তাবাদ, অসাম্প্রদায়িকতায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষকদের নিজেদের প্যানেলে ভোট দেওয়ার জন্য নীলদল শিক্ষকদের আহ্বান জানিয়েছেন।

অন্যদিকে মুক্তিযুদ্ধ ও বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী শিক্ষকদের নিয়ে গঠিত সাদা প্যানেল তাদের সমমনা শিক্ষকদের ভোট দেওয়ার আহ্বান করেছেন।

এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার ও উদ্ভিদবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. হাসনা হেনা বেগম বাংলানিউজকে বলেন, নির্বাচন অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই নির্বাচন সম্পন্ন হবে বলে আমি আশাবাদী।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১২
এমএমএস/সম্পাদনা: ওবায়দুল্লাহ সনি, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।