ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শিক্ষানীতি প্রক্রিয়াধীন : পিরোজপুরে শিক্ষামন্ত্রী

জেলা সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১২
শিক্ষানীতি প্রক্রিয়াধীন : পিরোজপুরে শিক্ষামন্ত্রী

পিরোজপুর : ‘বেসরকারি শিক্ষকদের বেতন কাঠামো, বাড়ি ভাড়াসহ যাবতীয় সুবিধা ও শিক্ষানীতি প্রক্রিয়াধীন রয়েছে। পর্যায়ক্রমে তা বাস্তবায়িত হবে।

‘  শনিবার সকালে পিরোজপুরের ভান্ডারিয়ায় মুক্তিযোদ্ধাদের দেয়া এক সংক্ষিপ্ত সংবর্ধনায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ  এ কথা বলেন।

তিনি আরো বলেন, আমাদের সম্পদ সীমিত। সব দাবি একত্রে বাস্তবায়ন করা সম্ভব নয়। তাই ধীরে ধীরে পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।

এদিন সকালে বরিশাল থেকে বরগুনার বামনার একটি অনুষ্ঠানে যাবার পথে পিরোজপুরের ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে মুক্তিযোদ্ধাদের দেয়া অনির্ধারিত  এক সংক্ষিপ্ত সংবর্ধনায় তিনি যোগ দেন।

এ সময় তার সঙ্গে ছিলেন শিক্ষা সচিব ডঃ কামাল আব্দুল নাসের চৌধুরী, শিক্ষা বিভাগের মহাসচিব নোমানুর রশিদ, বরিশাল শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর ডঃ বিমল  কৃষ্ণ মজুমদার।

বাংলাদেশ সময় : ১৪৫৯ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১২

রশিদ  আল মুনান, / সম্পাদনা : সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।