ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

আমেরিকায় শিক্ষা বীমার খোঁজ-খবর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, মে ৬, ২০১২

শিক্ষার জন্য সুদুর চীন দেশে ভ্রমণ করার প্রয়োজন নেই। ভ্রমণের অর্থ সাশ্রয় করে আমেরিকার কলেজে পড়া সম্ভব| কিন্তু আমরা কি আমাদের প্রাণপ্রিয় সন্তানদের জন্য যথেষ্ট সাশ্রয় করছি? আমরা হয়তো আশা করে আছি সরকারি খরচে বাচ্চাদের পড়া শেষ হবে| কিন্তু বাস্তবতা অন্যরকম| সরকার অনেক খরচ কেটে নিচ্ছে বাজেট থেকে| তাছাড়া সরকারি সুবিধা পেতে এখন অনেক অনিশ্চয়তা| আগামীতে আরো অনেক কঠিন হবে সরকারি সুযোগ গ্রহণ করার ক্ষেত্র| অথচ শিক্ষার খরচ বেড়েই চলেছে| আগামী ১৫ বছরে এই খরচ বেড়ে হবে ৩ গুণ|

অধিকাংশ বাবা-মা তাদের সন্তানদের নিয়ে উচ্চাশা ধারণ করেন| সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বলতর দেখতে চান| আমাদের সন্তানেরা আমাদের মতো যেনো কষ্ট না করে| একটা আমেরিকান ডিগ্রির মূল্য অনেক| আমেরিকান বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করলে আর আমাদের মতো কষ্ট করতে হবে না| একটা ভালো চাকরি, ভালো বেতনের মোহ কার নেই| কিন্তু এই উচ্চাশা পূরণ করার জন্য আমরা কি প্রস্তুত? উচ্চ শিক্ষার ব্যয় বহন করার জন্য আমরা কোনো প্ল্যান করেছি?

সময় আর সুযোগ কারো জন্য অপেক্ষা করে না| আজ থেকে ১০ বছর পেছনে ফিরে তাকালে বোঝা যায় সময় কীভাবে পার হয়ে যায়| তাই আর সময় নষ্ট না করে যত দ্রত সম্ভব একটি শিক্ষা বীমা শুরু করুন| অন্যথায় আপনার সন্তানকে চীন দেশে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে বলুন|

ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব স্টুডেন্ট ফিন্যান্সিয়াল এইড অ্যাডমিনিস্ট্রেশন (NASFAA) এর জরিপ অনুযায়ী একজন আমেরিকান স্নাতক ডিগ্রিধারী তার ক্যারিয়ার-এ ৮ লাখ ডলার অধিক আয় করেন|* ২০০৯-২০১০ এর কলেজ বোর্ড নিউজ পরিসংখ্যান অনুসারে, যে কোনো সরকারি কলেজ থেকে ২ বছরের অ্যাসোসিয়েশন ডিগ্রি সম্পন্ন করতে প্রতি বছরে বর্তমানে ২,৫৪৪ ডলার খরচ (যা ৭.৩% ভাগ অধিক হয়েছে গত ১ বছরের ব্যবধানে); ৪ বছরের স্নাতক ডিগ্রি সম্পন্ন করতে প্রতি বছরে খরচ ৭,০২০ ডলার (যা ৬.৫% অধিক গত ১ বছরের ব্যবধানে); এবং প্রতি বছর ২৬,২৭৩ ডলার খরচ হয় যে কোনো বেসরকারি কলেজ থেকে ৪ বছরের স্নাতক ডিগ্রি সম্পন্ন করতে| এই খরচ গত এক বছরের ব্যবধানে ৪.৪% বেড়েছে|*

এদিকে ২০০৭-০৮ সালে ৬.৬ মিলিয়ন শিক্ষার্থী ফিন্যান্সিয়াল এইড পেয়েছেন| তাদের মধ্যে ফুল-টাইম স্টুডেন্টরা প্রতি বছর ৩,৭০০ ডলার করে ফিন্যান্সিয়াল এইড পেয়েছেন| কিন্তু বাত্সরিক টিউশন ফি ৬,৬০০ ডলার হওয়ায় অতিরিক্ত খরচি তাদের ব্যক্তিগত সঞ্চয় ভেঙে করতে হয়| এই খরচ যে হারে বৃদ্ধি পাচ্ছে তা আশংকাজনক যারা নিজ উদ্যোগে এখনো কোনো সেভিং প্ল্যান শুরু করেন নাই|

ধারণা করা যায় যে ৪ বছরের ডিগ্রি সম্পন্ন করতে মোট ১,২০,০০০ ডলার প্রয়োজন ১৫ বছর পর| দায়িত্ববান বাবা-মা হিসাবে আমরা কি প্রস্তুত?

শিক্ষা বীমা বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন: মোহাম্মদ নাসিরুল্লাহ ৩৪৭-২৮০-৮৮২৬|

*. 2009-2010 College Prices, www.collegeboard.com, March 16, 2010. (সংবাদ বিজ্ঞপ্তি)

বাংলাদেশ সময় : ১৩৪৯ ঘণ্টা, ০৬ মে, ২০১২

সম্পাদনা : আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর; আহ্সান কবীর, আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।