ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

শিক্ষা

জাবিতে প্রশাসনিক ৭ পদে নতুন মুখ

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৩২, এপ্রিল ১৯, ২০২৩
জাবিতে প্রশাসনিক ৭ পদে নতুন মুখ ছবি: সংগৃহীত

জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) তিনটি অফিস ও দুইটি হলের সাতটি পদে নতুন নিয়োগ দেওয়া হয়েছে।  

মঙ্গলবার (১৮ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. নূরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

 

সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, এসব পদে দায়িত্বশীলদের মেয়াদ শেষ হওয়ায় নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  

নতুন দায়িত্বপ্রাপ্তরা হলেন- শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক পদে গণিত বিভাগের অধ্যাপক ড. মো. লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ স্যার টিএসসির পরিচালক পদে ইংরেজি বিভাগের অধ্যাপক আহমেদ রেজা, অতিরিক্ত পরিচালক পদে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আশরাফুল হাবীব, পরিবহন অফিসের ভারপ্রাপ্ত শিক্ষক পদে রসায়ন বিভাগের অধ্যাপক মো. আওলাদ হোসেন, অতিরিক্ত ভারপ্রাপ্ত শিক্ষক পদে প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক এনামুল হক, প্রীতিলতা হলের প্রভোস্ট হিসেবে পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক জহিরুল ইসলাম খন্দকার ও নওয়াব ফয়জুন্নেসা হলের প্রভোস্ট অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম।

বাংলাদেশ সময়: ০৯২৮ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।