ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ড. কামরুল আলম জবির বিজ্ঞান অনুষদের নতুন ডিন

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, মে ১৫, ২০১২

ঢাকা : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান অনুষদের নতুন ডিন হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ড. মোঃ কামরুল আলম খানকে। বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।



এতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোঃ কামরুল আলম খানকে বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। পরবর্তী ২ বছরের জন্য তিনি এ দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, অধ্যাপক ড. মোঃ কামরুল আলম খান এর আগে পদার্থ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। তিনি পাথরকুঁচির পাতা থেকে বিদ্যুৎ আবিষ্কার করে খ্যাতি অর্জন করেছেন।

বাংলাদেশ সময় : ১৮১৫ ঘণ্টা, মে ১৫, ২০১২
এমএমএস
সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।