ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শিক্ষার্থী অধিকার মঞ্চের কর্মসূচিতে পুলিশের বাধা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৬ ঘণ্টা, মে ২১, ২০১২

ঢাবি : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অধিকার মঞ্চের অবস্থান কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ।

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অধিকার মঞ্চের নেতারা অভিযোগ করেছেন, সোমবার দুপুরে তারা পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে বিক্ষোভ মিছিল নিয়ে উপাচার্যের কার্যালয়ের সামনের দিকে অগ্রসর হতে চাইলে কার্যালয়ের প্রধান ফটকের সামনে বিশ্ববিদ্যায়ের প্রক্টরের সহায়তায় পুলিশ বাধা দেয়।



বাধা দেওয়ার পর ফটকের বাইরে শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করেন। পরে শিক্ষার্থী অধিকার মঞ্চ সংবাদ সম্মেলনে শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেওয়ার প্রতিবাদ জানিয়েছে।

সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অধিকার মঞ্চের মুখপাত্র নুর বাহাদুর অভিযোগ করে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদসহ (ডাকসু) সব হল সংসদ নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশ লেলিয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয় প্রশাসন পুলিশ দিয়ে ঠেকিয়ে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকারকে যেমন অস্বীকার করেছে, তেমনি বিশ্ববিদ্যালয়কে অস্বীকার করেছে।

তিনি আরো বলেন, বাধা দেওয়ার সময় শিক্ষার্থীদের সঙ্গে বাক-বিতণ্ডা ও পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি হয়। পরে এক পর্যায়ে শিক্ষার্থীরা বাধা অতিক্রম করে ভিসি কার্যালয়ের দ্বিতীয় ফটক অভিমুখে রওনা দেন। সেখানেও বাধা দেওয়া হয়। পরবর্তীতে শিক্ষার্থীরা ওই ফটকের সামনে অবস্থান নিয়ে কর্মসূচি চালিয়ে যান।
 
তিনি বলেন, শান্তিপূর্ণ ও যৌক্তিক দাবি আদায়ের আন্দোলনে বাধা অগণতান্ত্রিক।
 
সংবাদ সম্মেলনে আরো বলা হয়, ডাকসুসহ হল সংসদের নির্বাচন হচ্ছে না প্রায় ২২ বছর ধরে। প্রতি বছর শিক্ষক সমিতি ও সিন্ডিকেটসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নির্বাচন হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের প্রাণভোমরা ছাত্র সংসদের নির্বাচন না দিয়ে শিক্ষার্থীর গণতান্ত্রিক অধিকারকে হনন করা হচ্ছে। ভিসি এই নির্বাচন নিয়ে নানা ধরনের তালবাহানা শুরু করেছেন।

অবস্থান কর্মসূচিতে বিভিন্ন বিভাগের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। বিক্ষোভ সমাবেশের আগে বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

শিক্ষার্থীদের গণতান্ত্রিক আন্দোলনে পুলিশি বাধা সর্ম্পকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. মো. আমজাদ আলী বলেন, ‘সোমবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট নির্বাচন চলছে। নির্বাচনে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হতে পারে, তাই ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শিক্ষার্থীদের সঙ্গে আমাদের আগেই কথা হয়েছিল যে, তারা ভিসি কার্যালয়ের সামনের রাস্তায় অবস্থান কর্মসূচি পালন করবেন। শিক্ষার্থীরা ভিসি কার্যালয়ের সামনে দিয়ে সিনেট ভবনের দিকে যেতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। ’

উল্লেখ্য, সোমবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট নির্বাচন অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ে সব ধরনের নির্বাচন হলেও গত ২২ বছরেরও বেশি সময় ধরে ডাকসু নির্বাচন দেওয়া হচ্ছে না। এর প্রতিবাদে শিক্ষার্থী অধিকার মঞ্চ উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করে।  

বাংলাদেশ সময় : ১৮১৫ ঘণ্টা, মে ২১, ২০১২
এমএইচ / সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।