ঢাকা, বুধবার, ৮ আশ্বিন ১৪৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১ রবিউস সানি ১৪৪৭

শিক্ষা

ঢাবির ৫ প্রবেশদ্বারে ‘সিকিউরিটি অ্যান্ড সার্ভিলেন্স বক্স’ চালু

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৫, জুন ১৬, ২০২৩
ঢাবির ৫ প্রবেশদ্বারে ‘সিকিউরিটি অ্যান্ড সার্ভিলেন্স বক্স’ চালু

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের বিভিন্ন প্রবেশদ্বারে ৫টি ‘সিকিউরিটি অ্যান্ড সার্ভিলেন্স বক্স’ স্থাপন করা হয়েছে। শুক্রবার (১৬ জুন) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান পলাশী মোড়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন।

এ সময় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা জোরদার ও নিশ্চিতে বিভিন্ন প্রবেশপথে এই সিকিউরিটি অ্যান্ড সার্ভিলেন্স বক্স স্থাপন করা হয়েছে।

ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করে এসব সিকিউরিটি বক্সে দায়িত্ব পালনকারীরা আন্তঃসমন্বয় করে ক্যাম্পাসের যানবাহন নিয়ন্ত্রণ এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে কার্যকরী ভূমিকা পালন করবে বলেআশাবাদ ব্যক্ত করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা জুন ১৬, ২০২৩
এসকেবি/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ