ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

শিক্ষা

কুমিল্লায় এসএসসির ৬৫ হাজার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, আগস্ট ৮, ২০২৩
কুমিল্লায় এসএসসির ৬৫ হাজার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন

কুমিল্লা: ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডের আওতাধীন ২৭ হাজার ৬০ জন শিক্ষার্থী ৬৫ হাজার ৪০টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছে। ২৪টি বিষয়ের মধ্যে গণিতে সবচেয়ে বেশি আট হাজার ৪৪০টি আবেদন জমা হয়।

 

এ তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোহাম্মদ শহিদুল ইসলাম।  

তিনি বলেন, আবেদন করা উত্তরপত্রগুলো পুনঃনিরীক্ষণের নীতিমালা অনুযায়ী যথাযথভাবে যাচাই বাচাই শেষে আগামী ২৮ আগস্ট ফলাফল প্রকাশিত হবে। ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা ৩১ আগস্ট কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবে।  

গত ২৮ জুলাই এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়। ২৯ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত অনলাইনে পুনঃনিরীক্ষণের আবেদন গ্রহণ করা হয়। এ বছর কুমিল্লা শিক্ষাবোর্ডে পাসের হার ছিল ৭৮ দশমিক ৪২ শতাংশ।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, আগস্ট ০৮, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।