ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সরকারি হচ্ছে ২২ হাজার প্রাথমিক বিদ্যালয়’

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, জুন ২৪, ২০১২

ঠাকুরগাঁও: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন বলেছেন, ‘শিগগিরই সমাবেশ করে ২২ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণের ঘোষণা কার্যকর করা হবে। ’

রোববার দুপুর আড়াইটায় ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রাথমিক শিক্ষা উন্নয়নে সামাজিক উদ্বুদ্ধকরণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।



এ সময় প্রতিমন্ত্রী আরো বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একযোগে সব বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারি করেছিলেন। তার যোগ্য কন্যা বর্তমান প্রধামন্ত্রী শেখ হাসিনাও সব বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণের ঘোষণা দিয়েছেন। ’

কর্মশালায় ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দীন আহম্মদ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, জুন ২৪, ২০১২
সম্পাদনা: কামরুল হাসান সবুজ/শিমুল সুলতানা, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।