ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

আদিতমারীতে শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন

আদিতমারী প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, জুলাই ৪, ২০১২
আদিতমারীতে শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন

আদিতমারী (লালমনিরহাট): চাকরি জাতীয়করণের দাবিতে লালমনিরহাটের আদিতমারীতে বেসরকারি শিক্ষক-কর্মচারীরা বুধবার দুপুরে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছেন।

লালমনিরহাট বুড়িমারী মহাসড়কের আদিতমারীর বুড়িরবাজারে এ মানববন্ধনের আয়োজন করে জেলা শিক্ষক সমিতি।



এ সময় সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন- জেলা শিক্ষক সমিতির সহ-সভাপতি ও আদিতমারী উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আব্দুল হামিদ, জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, আদিতমারী কেবি বালিকা বিদ্যালয় ও কলেজের সহকারী প্রধান শিক্ষক খন্দকার গোলাম কাদের, কলেজের পক্ষ থেকে আদিতমারী কেবি বালিকা বিদ্যালয় ও কলেজের সহকারী অধ্যাপক পরেশ চন্দ্র, প্রভাষক আবু হাসনাত রানা, মাদ্রাসার পক্ষ থেকে মাওলনা হাবিবুর রহমান হাবিব।
 
এ মানববন্ধনে উপজেলার সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, জুলাই ০৪, ২০১২
সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।