শাবিপ্রবি, (সিলেট): পরিবেশের বিভিন্ন বিপর্যয় নিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) লোকপ্রশাসন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের পোস্টার প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়েছে। এতে ৬০টির অধিক পোস্টার প্রেজেন্টেশন করা হয়।
এ বিষয়ে লোকপ্রশাসন বিভাগের প্রভাষক আব্দুল বাছিত সাদাফ বলেন, এই পোস্টার প্রদর্শনী আয়োজনের মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের বইয়ের সীমাবদ্ধতার বাইরে নিয়ে গিয়ে বাস্তব জীবনের অভিজ্ঞতার সঙ্গে ক্লাসের তত্ত্বকে মিলিয়ে শেখার সুযোগ দেওয়া। পরিবেশ, দুর্যোগ ও স্থায়িত্বের মতো জটিল বিষয়গুলো নিয়ে কাজ করতে গিয়ে তারা মাঠে গিয়েছে, তথ্য সংগ্রহ করেছে এবং সমস্যার সমাধানে সৃজনশীল ধারণা উপস্থাপন করেছে। সেমিস্টারের ছিল অত্যন্ত ব্যস্ত, তবুও শিক্ষার্থীরা যেভাবে নিষ্ঠা ও পরিশ্রমের মাধ্যমে কাজটি সম্পন্ন করেছে তা সত্যিই প্রশংসনীয়। প্রথমবারের মতো আয়োজিত এ পোস্টার প্রেজেন্টেশনে ৬০টি পোস্টার তত্ত্বাবধান করা হয়, যদিও কাজটি সহজ ছিল না। কিন্তু শিক্ষার্থীদের উদ্যম ও প্রতিশ্রুতির কারণে এই প্রচেষ্টা সার্থক হয়েছে। আমি বিশ্বাস করি, এই উদ্যোগ শুধু তাদের জ্ঞান বাড়ায়নি, বরং ভবিষ্যতে বাস্তব জীবনের সমস্যা সমাধানে আত্মবিশ্বাসী হতে সহায়তা করবে।
লোকপ্রশাসন বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. আশরাফ সিদ্দিকী বলেন, আমরা আমাদের শিক্ষার্থীদের গৎবাঁধা মুখস্থ বিদ্যার বাইরে গিয়ে শিখানোর চেষ্টা করি। আজকের পোস্টার প্রেজেন্টেশন তার একটি উদাহরণ। আমরা চাই শিক্ষার্থীরা একাডেমিকের অর্জিত জ্ঞানকে বাস্তব অভিজ্ঞতার সাথে মিলিয়ে দক্ষ মানবসম্পদে পরিণত হোক। যা তাদের পরবর্তী শিক্ষা জীবনে কাজে লাগবে এবং ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এমন আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান তিনি।
পোস্টার প্রেজেন্টেশন অনুষ্ঠানে বিভাগের শিক্ষকরা এবং বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এএটি