ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

শিক্ষা

ঢাবি অ্যালমানাইয়ের কর্মসূচি উদ্বোধন, পাঁচজনকে সংবর্ধনা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৩৫, জানুয়ারি ২৭, ২০২৪
ঢাবি অ্যালমানাইয়ের কর্মসূচি উদ্বোধন, পাঁচজনকে সংবর্ধনা

ঢাকা: বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৫বছর উপলক্ষে বছরব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।  

শনিবার (২৭ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে এ অনুষ্ঠান আয়োজিত হয়েছে।

এতে 'যাত্রিক' থেকে প্রকাশিত বঙ্গবন্ধু: ১৫ আগস্ট: ১৯৭৫: ঢাকা বিশ্ববিদ্যালয়' বইয়ের মোড়ক উন্মোচিত হয়৷ 

সংবর্ধণাপ্রাপ্তরা হলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, সাংসদ ও অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি এ কে আজাদ,  নির্বাহী কমিটির সদস্য ও সাংসদ মো. নাসের শাহরিয়ার জাহেদী, সাবেক সাংসদ মো. আফজাল হোসেন, মহিলা সংরক্ষিত আসনের সাবেক সাংসদ অ্যারোমা দত্ত।  

অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যুগ্ম মহাসচিব সুভাষ সিংহ রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী পারভেজ।

বাংলাদেশ সময়:২২২৮ ঘণ্টা,জানুয়ারি ২৭,২০২৪    
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।