ঢাকা, বুধবার, ১৯ ভাদ্র ১৪৩২, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০ রবিউল আউয়াল ১৪৪৭

শিক্ষা

রুয়েটের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ১৭ নভেম্বর

রাবি প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪০, জুলাই ২৯, ২০১২

রাবি : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ২০১২-১৩ শিক্ষাবর্ষে ৪ বছর মেয়াদী সম্মান শ্রেণিতে ১ম বর্ষের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ আগামী ১৭ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।
 
রোববার সকালে ভর্তি পরীক্ষা সংক্রান্ত ভর্তি কমিটির সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।



বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সিরাজুল করিম চৌধুরী বাংলানিজজকে জানান, আগামী ১৭ নভেম্বর এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি ফরম বিতরণ এবং গ্রহণসহ ভর্তি পরীক্ষা সংক্রান্ত অন্যান্য সিদ্ধান্তের জন্য আগষ্টের শেষ সপ্তাহে ভর্তি কমিটির আরও একটি সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

তিনি আরও জানান, ভর্তি পরীক্ষার পদ্ধতি পূর্ববর্তী শিক্ষাবর্ষের ন্যায় শতকরা পঞ্চাশ ভাগ এমসিকিউ (মাল্টিপল চয়েস কোশ্চেন) এবং বাকী পঞ্চাশ ভাগ লিখিত পরীক্ষার মাধ্যমে অনুষ্ঠিত হবে। তবে এবার প্রাথমিক আবেদন পত্রের যোগ্যতায় কিছুটা পরিবর্তন আসতে পারে বলে তিনি জানান।

এদিকে রুয়েটের প্রথম বর্ষের ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালটির ওয়েব সাইট www.ruet.ac.bd-তে পাওয়া যাবে।

 বাংলাদেশ সময় : ১৭৫৩ ঘণ্টা, জুলাই ২৯, ২০১২
সম্পাদনা : শামীম হোসেন, নিউজরুম এডিটর, / সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর  
kumar.sarkerbd@gmail.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ