ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সাত কলেজের শিক্ষার্থীদের সায়েন্সল্যাব মোড় অবরোধ, যান চলাচল বন্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৪
সাত কলেজের শিক্ষার্থীদের সায়েন্সল্যাব মোড় অবরোধ, যান চলাচল বন্ধ ছবি- জি এম মুজিবুর

ঢাকা: সাত কলেজের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ স্বায়ত্বশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এতে ওই মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুর সোয়া ১২টার দিকে ঢাকা কলেজের সামনে থেকে মিছিল নিয়ে সায়েন্সল্যাব মোড়ে আসেন শিক্ষার্থীরা। এরপর তারা সায়েন্সল্যাব মোড় অবরোধ করে আন্দোলন শুরু করেন।  

এরপর দুপুর একটার দিকে সড়কের গাড়ি ঘুরিয়ে অন্য রাস্তা দিয়ে যেতে দেওয়া হয়। এছাড়া জরুরি প্রয়োজনে বা হাসপাতালে যাওয়ার গাড়িগুলোকে রাস্তা ছেড়ে দেন শিক্ষার্থীরা।  

আন্দোলনে অংশ নেওয়া ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী সুমাইয়া শাইনা বলেন, আমাদের সাত কলেজের বিভিন্ন সংকট ছিল। যেমন ক্লাসরুম সংকট, পড়াশোনার মান ইত্যাদি। সেসব সংকট দূর করে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু এতে সংকট না কমে বরং আরো বেড়েছে। অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা ভেবেছিলাম, বর্তমান সরকার আমাদের সংকট দূর করবে। তাই আমরা একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবি করেছি। কিন্তু সরকার এই বিষয়ে কোনো কমিশন গঠন না করে একটি কমিটি করেছে। যার কারণে আমাদের আবার রাস্তায় নামতে হয়েছে।  

সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী মো. আসিফ বলেন, আমরা ঢাবির অন্তর্ভুক্ত হতে চাই না, আবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনেও যেতে চাই না। আমরা চাই একটি স্বায়ত্বশাসিত পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয়।

এর আগে গত ২২ সেপ্টেম্বর ঢাকা কলেজে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাত কলেজের সমস্যার চিত্র তুলে ধরে শিক্ষার্থীরা। এরপর একই দাবি জানিয়ে ২৫ সেপ্টেম্বর শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ, ২৯ সেপ্টেম্বর ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ও ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজকে স্মারকলিপি দেন শিক্ষার্থীরা। একই স্মারকলিপি কলেজগুলোর অধ্যক্ষদেরও দেওয়া হয়৷ 

বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন গঠন না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে জানান শিক্ষার্থীরা।  

বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৪
এসসি/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।