ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

শিক্ষা

এমপিওভুক্তির দাবিতে প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫১, অক্টোবর ১, ২০১২
এমপিওভুক্তির দাবিতে প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘট

ঢাকা: স্বীকৃতিপ্রাপ্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্তির দাবিতে অবস্থান ধর্মঘট করেছে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ঐক্যজোট।

সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান ধর্মঘট এবং রাস্তা অবরোধ করে সংগঠনভুক্ত বিপুলসংখ্যক শিক্ষক-কর্মচারী।



২০১২-১৩ অর্থ বছরে নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত খাতে কোন অর্থ বরাদ্দ না থাকায় এসময় ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, ‘আন্তর্জাতিকভাবে স্বীকৃত রীতি হল- কোন দেশের জিডিপির শতকরা ৬ ভাগ শিক্ষাখাতে বরাদ্দ থাকবে। অথচ আমাদের দেশে বরাদ্দ মাত্র ২.৬ ভাগ। ’

বক্তারা আরো অভিযোগ করেন, ‘বাজেটের ২০ শতাংশের বেশি শিক্ষাখাতে বরাদ্দ থাকার নিয়ম থাকলেও বরাদ্দ মাত্র ১১.৫ শতাংশ। ’

এসময় এমন বরাদ্দ সরকারের শিক্ষা বিরোধী দৃষ্টিভঙ্গীর পরিচায়ক বলেও মন্তব্য করেন বক্তারা।   তারা আশ্বাস নয়, সরকারের কাছে এমপিওভুক্তির স্পষ্ট ঘোষণা দাবি করেন।

সংগঠনের সভাপতি এম এশারত আলী এবং সেক্রেটারি তাপস কুমার কুন্ডুর নেতৃত্বে অবস্থান ধর্মঘটে সংহতি প্রকাশ করে বাংলদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটি।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, ১ অক্টোবর, ২০১২
এটি/সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।