ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

জবি প্রক্টরের গাড়িতে অতর্কিত হামলা, প্রতিবাদে তাঁতিবাজার মোড় অবরোধ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২০ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৫
জবি প্রক্টরের গাড়িতে অতর্কিত হামলা, প্রতিবাদে তাঁতিবাজার মোড় অবরোধ তাঁতিবাজার মোড়ে অবরোধ।

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হকের গাড়িতে হামলা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনার প্রতিবাদে পুরান ঢাকার তাঁতিবাজার মোড়ে অবরোধ করে বিক্ষোভ করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সোমবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় পুরান ঢাকার তাঁতিবাজার মোড়ে হামলার ঘটনা ঘটে। এ সময় প্রক্টর ছাড়াও গাড়ির ড্রাইভার আহত হন। এ সময় তিনজনকে আটক করা হয়েছে। তবে আটকদের নাম ও পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, পুরান ঢাকার তাঁতিবাজার পার হয়ে যাচ্ছিল জবির প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হকের গাড়ি। এ সময় পার্শ্ববর্তী একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে রিকশার ধাক্কা লাগে।  ধাক্কা লাগার সাথে সাথে অ্যাম্বুলেন্সের ওপর হামলা চালায় স্থানীয়রা। কিছুক্ষণের মধ্যে গুলিস্তান থেকে ৬০-৭০ জন লোক চলে এসে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের গাড়িতে হামলা করে। এ সময় হামলাকারীরা কেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের লেগুনা সারাদিন আটকে রেখেছে, এই স্লোগান দিতে দিতে হামলা করে। এ সময় জবি প্রশাসন ও প্রক্টরকে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে তারা।  

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক বলেন, তাঁতিবাজার মোড়ে আমাদের সামনে একটি রিকশাকে ধাক্কা দেয় অ্যাম্বুলেন্স। তখনই পাশ থেকে ইটপাটকেল ছুড়তে থাকে স্থানীয়রা। ৫-৭ মিনিটের মধ্যে ওইখানে শতাধিক লোক ছুটে আসে। প্রথমে আমার গাড়ির ড্রাইভারকে গাড়ি থেকে বের করে মারধর করে। আমি গাড়ি থেকে বের হলে আমার ওপরও হামলা চালায়। এ সময় হামলাকারীরা বলতে থাকে ‘জগন্নাথের শিক্ষার্থীদের তো পেলাম না!! শিক্ষকদের মেরে দিলাম। ’

এদিকে রাত ৯টার দিকে বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, আজ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বংশাল সুরিটোলা এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর স্যারের গাড়ির সাথে একটি রিকশায় সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে সেখানে একটি মারামারির ঘটনা ঘটে। এই ঘটনার প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা তাঁতিবাজার সড়কে অবস্থান নেয়। শেষ খবর পাওয়া পর্যন্ত শিক্ষার্থীরা গুলিস্থান ফুলবাড়ীয়ার দিকে রওনা দিয়েছেন।

তিনি জানান, যতটুক প্রাথমিকভাবে জানা গেছে, প্রক্টর স্যারের গাড়ির সাথে একটি রিকশার সংঘর্ষের ঘটনার পরপরই তর্কবিতর্ক একপর্যায়ে এলাকাবাসীরসহ সেখানে একটি মারামারির ঘটনা ঘটে। এই সংবাদে সেখানে কয়েকজন শিক্ষার্থীরাও উপস্থিত হয়। প্রক্টর স্যারের শরীরের সামান্য আঘাত লেগেছে। উনি হাসপাতলে চিকিৎসা নিচ্ছে।

প্রসঙ্গত, আজ সকালে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ওপর হামলা চালান গুলিস্তানের লেগুনা চালকরা। এ ঘটনায় ১৪টি লেগুনা আটকে রাখেন শিক্ষার্থীরা।  

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২৫
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।