ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

শিক্ষা

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ন্যানোটেকনোলজি বিষয়ক সেমিনার 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৫
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ন্যানোটেকনোলজি বিষয়ক সেমিনার 

ঢাকা: আধুনিক বৈজ্ঞানিক গবেষণা এবং উদ্ভাবনকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ‘ন্যানোটেকনোলজি : স্মল থিংস ম্যাটার অ্যান্ড হ্যাভ দ্য পাওয়ার টু ট্রান্সফর্ম এনার্জি, হেলথ, অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়টির ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস বিভাগ এ সেমিনারের আয়োজন করে।

সেমিনারে প্রধান বক্তা সেন্টার ফর ন্যানোটেকনোলজির প্রতিষ্ঠাতা ও কপিন স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক ড. জামাল উদ্দিন বলেন, ন্যানোটেকনোলজিই আগামীর বিশ্বকে নেতৃত্ব দেবে। স্বাভাবিকভাবে একটি ভ্যাকসিন তৈরি করতে ১০ থেকে ১৫ বছর সময় লাগে। অথচ মাত্র ৬ থেকে ৯ মাসেই করোনার ভ্যাকসিন তৈরি করা হয়েছে। এটা সম্ভব হয়েছে কেবলমাত্র ন্যানোটেকনোলজি ব্যবহারের মাধ্যমে। এই প্রযুক্তি চিকিৎসা, শিল্প, পরিবেশ ও স্বাস্থ্যসহ সকল ক্ষেত্রকে নতুন পর্যায়ে নিয়ে গেছে।

নর্থ সাউথ ইউনিভার্সিটির ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ হোসেন শারিয়ারের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হান্নান চৌধুরী, কোষাধ্যক্ষ ও প্রো-ভাইস চ্যান্সেলর ড. আব্দুর রব খান এবং স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেস এর ডিন ড. দীপক কুমার মিত্র।

সেমিনার শেষে নর্থ সাউথ ইউনিভার্সিটি ও কপিন স্টেট ইউনিভার্সিটি এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এই চুক্তির আওতায় বিশ্ববিদ্যালয় দু’টি পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে শিক্ষার গুণগত মান উন্নয়নে একসঙ্গে কাজ করবে। পাশাপাশি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে একটি ন্যানোটেকনোলজি ইনস্টিটিউট নির্মাণের পরিকল্পনা করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৫
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।